প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫ ২১:৪০ পিএম
আপডেট : ২৩ মে ২০২৫ ০০:৩২ এএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎ করেছেন।
এনসিপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলেন নাহিদ ইসলাম।
এনসিপির একাধিক সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় প্রবেশ করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে পারেন তিনি। তবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, ঠিক কোন বিষয়ে আলোচনা হয়েছে।
এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন বলে জানা যায়।