× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঠে নামার আগে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে পারে বিএনপি

আকরাম হোসেন

প্রকাশ : ২১ মে ২০২৫ ১০:০৯ এএম

মাঠে নামার আগে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে পারে বিএনপি

অনেক আগে থেকেই ত্রয়োদশ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের দাবি করে আসছে বিএনপি। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের জন্য জোরাল দাবি তোলা হয়েছে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের জন্য আগামী জুন-জুলাই পর্যন্ত অপেক্ষা করবে দলটি। এর মধ্যে যদি অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ না দেয়, তাহলে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি। শুরুতে সভা-সমাবেশ, গণসংযোগের মতো কর্মসূচির কথা ভাবছে। পরিস্থিতি অনুযায়ী কর্মসূচির ধরন ঠিক করার পরিকল্পনা আছে তাদের। গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, এখনই সরকারের সঙ্গে একটা সাংঘর্ষিক অবস্থানে যেতে চায় না বিএনপি। কারণ এই সরকারকে প্রথমদিন থেকেই সমর্থন ও সহযোগিতা করে আসছে দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেও বিএনপির পক্ষ থেকে নির্বাচনের আয়োজনের জন্য যৌক্তিক সময় দেওয়ার কথা বলা হয়েছে। সংস্কার নিয়ে সরকার কৌশলে সময়ক্ষেপণ করে চলেছে বলে মনে করে বিএনপি। গত ১৫ মের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষ করার কথা ছিল। কিন্তু তারা এখন বলছে আলোচনা চলতেই থাকবে। সরকার যদি আরও সময় নেয়, তাহলে হয়তো জুন-জুলাইয়ে নতুন সিদ্ধান্ত নেবে বিএনপির হাইকমান্ড। তখন চলমান কর্মসূচির সঙ্গে রাজপথের কঠোর কর্মসূচি যোগ হবে।

গতকাল মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেখানেও একটি ‘কালো ছায়া’ এসে দাঁড়াচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানো এবং জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা শুরু হয়েছে। দলের নেতাকর্মীদের সজাগ থেকে এসব ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়া বৈঠকে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, চলমান রাজনীতি ও ছাত্রদের মুভমেন্ট নিয়ে আলোচনা হয়। স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেন, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করলেও তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। কয়েকজন উপদেষ্টা মেয়র পদে ইশরাককে বসতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন দুজন সদস্য।

অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ ক্ষমতায় থাকতে নানা অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছে বিএনপি। সম্প্রতি গুরুত্বপূর্ণ নয়Ñ এমন কিছু ইস্যু নিয়ে হঠাৎ নানা পক্ষের মাঠে আন্দোলনে নামার ঘটনাকে দলটি সন্দেহের চোখে দেখছে। নীতিনির্ধারকদের মতে, জাতীয় নির্বাচন বিলম্ব ও কোনো বড় ঘটনাকে আড়াল করতে এসব আন্দোলনে সরকারের ওই অংশের ইন্ধন রয়েছে। তাদের এ চেষ্টা সফল হলে দীর্ঘমেয়াদে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। 

ইতোমধ্যে বিএনপি দুই কর্মসূচি নিয়ে রাজপথে রয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলÑ এই তিন সংগঠনের সারা দেশে তারুণ্য সমাবেশ ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ চলবে। এছাড়া আগামী ২৫ মে থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচি শুরু হবে। এরপর জুনের দ্বিতীয় সপ্তাহে কোরবানির ঈদ।

বৈঠক সূত্র আরও জানায়, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আরও পদক্ষেপ নেবে বিএনপি। বিশেষ করে যুগপৎ আন্দোলনের ঐক্য আরও সূদৃঢ় করতে পদক্ষেপ নেবে স্থায়ী কমিটি। কারণ ইতোমধ্যে দুই-তিনটি বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। এটা আর সামনের দিকে এগোতে দিতে চায় না দলের হাইকমান্ড। 

চট্টগ্রাম বন্দর সরকার বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে; এই প্রসঙ্গ বৈঠকে তোলেন একজন সদস্য। তখন আলোচনায় অংশ নিয়ে আরেকজন সদস্য বলেন, ‘অন্তর্বর্তী সরকার তো নির্বাচিত সরকার নয়। তারা কোনো স্থায়ী সরকারও নয়। কিন্তু তারা একদিকে মানবিক করিডোর দিচ্ছে, অন্যদিকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার মধ্য দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার স্বপ্ন দেখছে। এমনকি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে না। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই সরকারের উচিত হবেÑ এমন সিদ্ধান্ত থেকে সরে আসা। 

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত সাড়ে ৮টা দিকে শুরু হয় এ বৈঠক। আর শেষ হয় ১১টার দিকে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস (ভার্চুয়ালি), গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ভার্চুয়ালি), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি) ইকবাল হাসান মাহমুদ টুকু (ভার্চুয়ালি), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (ভার্চুয়ালি) ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা