× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোবাইদা-শামিলার হাত ধরে পায়ে হেঁটে ফিরোজায় যান খালেদা জিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৫ ১৮:২১ পিএম

আপডেট : ০৬ মে ২০২৫ ২৩:৪১ পিএম

জোবাইদা-শামিলার হাত ধরে পায়ে হেঁটে ফিরোজায় যান খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে অল্প কিছু পথ হেঁটে বাসায় ঢুকেছেন। এ সময় তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান তাকে হাঁটতে সাহায্য করেন। তবে, বাসার ভেতরে পৌঁছানোর পর তিনি আবার হুইল চেয়ারেই বসেন।

মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তাকে বহনকারী গাড়ি। দেখা যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তার দুই পুত্রবধূ এবং গৃহকর্মী ফাতেমা ধরে গাড়ি থেকে নামাচ্ছে। তারপর তাদের সহযোগিতায় তিনি অল্প একটু হেঁটে বাসভবন ফিরোজার ভেতরে যান। এ সময় বিএনপির এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে সালাম দেন। খালেদা জিয়া ও হাত তুলে তাদের সালামের জবাব দিয়েছেন।

খালেদা জিয়ার বাসভবন ফিরোজার ভেতরে ছিলেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি  বলেন, আলহামদুলিল্লাহ, তিনি অনেক ভালো আছেন। তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসেছেন। আমরা যতটা ভেবেছি, তার চাইতেও অনেক ভালো আছেন ম্যাডাম।দিদার আরও বলেন, আল্লাহর ইচ্ছা, চিকিৎসকদের চেষ্টা এবং দেশবাসীর দোয়ায় ম্যাডাম অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।ফিরোজার ভেতরে প্রিয় নেত্রীকে সালাম জানাতে ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. এজমল হোসেন পাইলট। তিনি ঢাকা পোস্টকে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের জন্য একটি বটবৃক্ষের শীতল ছায়া। বারবার গণতন্ত্র যখনই হোঁচট খেয়েছে তিনি নিজের জীবন বাজি রেখে তা উদ্ধার করার লড়াইটা জারি রেখেছেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি দলের সম্পত্তি নন, তিনি পুরো দেশের সম্পদ। দেশ ও জাতির মহান কল্যাণে পরম রাব্বুল আলামিন উনাকে হায়াত দান করুন। আজকে প্রিয় নেত্রীকে সুস্থ থেকে দেশবাসীর মতো আমাদের অনেক ভালো লেগেছে।শামসুদ্দিন দিদার বলেন, লাখ-লাখ জনতা যেভাবে রাস্তার দুইপাশ থেকে ফুল ছিটিয়ে তাদের প্রিয় নেত্রীকে অভিবাদন জানিয়েছেন, সেটা ছিল এক অন্যান্য দৃষ্টান্ত এবং স্মরণীয়। ম্যাডামও হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দিয়েছেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা