প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫ ১২:০৮ পিএম
আপডেট : ০৬ মে ২০২৫ ১৩:০৩ পিএম
লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফেরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করে নিতে বিমানবন্দর সড়কে ঢল নেমেছে দলটির নেতাকর্মীদের।
বিপুল সংখ্যক নেতাকর্মীদের অবস্থানের ফলে কোনো পূর্ব নির্দেশনা না থাকলেও 'বাধ্য হয়ে' বনানী থেকে গুলশানগামী সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান জানিয়েছেন, বনানী থেকে গুলশান দুই নম্বর সড়কের মুখে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। গুলশানের দিকে যেতে চাওয়া যানবাহনকে সামনে এগিয়ে বনানী ১১ নম্বর সড়ক ব্যবহার করতে বলছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
উপকমিশনার মো. জিয়াউর রহমান বলেন, "আমাদের সড়ক বন্ধের কোনো নির্দেশনা ছিল না। মানুষজনের অবস্থানের ফলে কোন গাড়ি ঢুকতে পারছে না। ফলে বাধ্য হয়ে সড়কটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।"এছাড়া সব সড়কে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার। সবাইকে ফুটপাতে অবস্থান নিতে দল ও পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও নেতাকর্মীদের ভিড় ফুটপাত পেরিয়ে সড়কে চলে আসে।