× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড. ইউনূসকে আমরা ক্ষমতায় বসিয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৫ ১৪:৩০ পিএম

ড. ইউনূসকে আমরা ক্ষমতায় বসিয়েছি: হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনূসকে আমরা ক্ষমতায় বসিয়েছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে এ কথা বলেন তিনি।  

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের রাজনীতি-পুনর্বাস, হাসিনার পুনর্বাসনের বিষয়ে ৫ আগস্ট সিদ্ধান্ত হয়ে গেছে। দেশের মানুষ তাদের লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এ ভূখন্ডে আওয়ামী লীগে আর পুনর্বাসন হবে না। 

তিনি বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয় আট মাস পরে এসে অনেক রাজনৈতিক দল, রাজনীতিবিদ আমাদের বারবার মনে করিয়ে দেয় আওয়ামী লীগ রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নাকি তাদের নাই। ড. ইউনূস কয়েকদিন আগে বলেছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা এ সিদ্ধান্ত তাদের। ড. ইউনূস ভুলে যাবেন না আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আসবে কি আসবে না- এ সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আবরার, আবু সাইদের রক্তের উপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশ আসবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হবে আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার। এখানে কিন্তু-যদি-অথবা নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। স্বাধীনতার পর বাকশাল কায়েম করে শেখ মুজিবুর গণতন্ত্রকে হত্যা করে। সে সময়ে জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিলো এই দল।’

মঞ্চে উপস্থিত হেফাজতের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘২০১৩ সালে শাপলা চত্বরে যে হত্যাকান্ড হয়েছে। আজকে এখান থেকে আপনারা শহীদদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন। হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা সবাই আন্দোলন চালিয়ে যাবো।’

নারী সংস্কার কমিশনকে উল্লেখ করে ড. ইউনূসের উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন, আপনি অতি দ্রুত এই কমিশন এবিউজ করবেন। এছাড়াও অপ্রয়োজনীয় সংস্কারগুলোকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যেসব সংস্কার রয়েছে, সেগুলোর মাধ্যমে যদি নারীদের অধিকার নিশ্চিত হয়, সম্মান নিশ্চিত হয় সেগুলো আপনি করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা