× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ-আহতদের পাশে থাকা অভ্যুত্থানের সবচেয়ে বড় দায়বদ্ধতা : সারজিস আলম

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ১৯:০৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘একটা অভ্যুত্থানের সবচেয়ে বড় দায়বদ্ধতা হলো- যারা শহীদ পরিবার রয়েছেন কিংবা যারা আহত যোদ্ধা রয়েছেন তাদের পাশে থাকা। শহীদ পরিবারটা যেন আমাদের পরিবার হয়ে ওঠে। এক দেড় হাজার পরিবারের কাছে আমরা চাইলেই যেতে পারি না। কিন্তু যখন যেই এলাকায় যাই ওই এলাকায় আমাদের যে শহীদ পরিবার থাকে, অবশ্যই আমরা চেষ্টা করি সেই তাদের বাসায় যাওয়ার, খোঁজ খবর নেওয়ার এবং আমাদের জায়গা থেকে যেটুকু করা দরকার সেটি করার চেষ্টা করি।’

রবিবার (এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নায়েকপাড়া এলাকায় জুলাই অভ্যুত্থানে শহীদ সাগর ইসলামের পরিবারের খোঁজ খবর নিয়ে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘অধিকাংশ শহীদ পরিবার যে খুব একটা সচ্ছল, ব্যাপারটা এমন নয়। অনেক ক্ষেত্রে পরিবারের গুরুত্বপূর্ণ ব্যাক্তিটিকে তারা হারিয়েছেন। সেই জায়গায় প্রত্যাশা করব সরকার তাদের আরও সহযোগিতা করবেন। পাশাপাশি ব্যাক্তি পর্যায়ে কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের জায়গা থেকে যতদূর সম্ভব পাশে থাকবেন।’

সারজিস বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের ৫৩-৫৪ বছরে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ হয়েছে। ফিলিস্তিনের মজলুমদের পাশে দাঁড়াতে কোনো ব্যানার নিয়ে নয়, দল-মত নির্বিশেষে সবাই পাশে দাঁড়িয়েছে। জাতিসংঘ, ইউনিসেফ মানাবাধিকারের বড় বড় লেকচার দেয়। কিন্তু গাজায় সেটা তারা করেনি। আমরা পৃথিবীর সবার কাছে আহ্বান জানাই ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই গণহত্যা বন্ধ করতেই হবে।’

তিনি বলেন, ‘বিগত ১৬ বছর দেশে বাংলা নববর্ষ উদযাপনে শুধু দলীয় নয়, বিদেশি রাষ্ট্রের প্রভাবও আমরা দেখেছি। বিদেশি রাষ্ট্রের এজেন্সিগুলো তাদের মতো করে কনসেপ্ট তৈরি করে নববর্ষগুলোতে বিভিন্ন ধরণের অপসংস্কৃতি চাপিয়ে দিতো।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে কিংবা ক্ষমতার জায়গা থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া কখনোই সাসটেইনেবল (টেকসই) নয়। এটি কখনো আমরা প্রত্যাশাও করিনা। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানপরবর্তী সময়ে ততটুকু স্পেস বাংলাদেশের মানুষকে দিয়েছে। আমরা যা ধারণ করি, সেটাই প্রকাশ করি এবং করতে পারি। আমরা বিশ্বাস করি আগামীতেও যারাই এই দেশের দায়িত্বে থাকুক না কেন, তারা যেন ক্ষমতাকে ব্যবহার করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সাহসটুকু না করে। বরং আমাদের প্রকৃতি সংস্কৃতি ধরাণ করার জন্য তারা যেন তাদের প্রচেষ্টা রাখে।’

তিনি আরও বলেন, ‘আমরা অভ্যুত্থানপরবর্তী দেশে নতুন একটি নববর্ষ পেতে যাচ্ছি। আমরা গ্রামবাংলায় যেভাবে নববর্ষ কাটিয়েছি, যে সংস্কৃতিকে ধারণ করে আমাদের বাবারা, দাদারা, নানারা যেভাবে নববর্ষ পালন করে এসেছেন সেগুলোই আমাদের মূল কালচার। আমরা সেগুলোকে সামনে রেখে যদি নববর্ষকে উদযাপন করি, তাহলে সেটাই আমাদের নিজেদেরকে প্রকৃতভাবে তুলে ধরা হবে। আমরা প্রত্যাশা করব- আমাদের সংস্কৃতির ওপরে বাহ্যিক কোনো দেশের বা নির্দিষ্ট কোনো এলাকার অপসংস্কৃতি যেন চাপিয়ে না দেওয়া হয় এবং এই অপসংস্কৃতির কারণে আমাদের মূল সংস্কৃতি যেন ঢেকে না যায়।’

এ সময় চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, শহীদ সাগরের বাবা রবিউল ইসলাম, নাগরিক পার্টির পঞ্চগড়ের সংগঠক তানবীরুল বারী নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা