× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবার আগে সংসদ নির্বাচন অবস্থানে অনড় বিএনপি

আকরাম হোসেন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১০:২৬ এএম

আপডেট : ১৩ মার্চ ২০২৫ ১০:৩২ এএম

প্রবা গ্রাফিক্স

প্রবা গ্রাফিক্স

গণপরিষদ নির্বাচন প্রশ্নে কোনো ধরনের আপস করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলÑ বিএনপি। এ বিষয়ে কোনো ঐক্যও হবে না বলে জানিয়েছে দলটি। বিএনপির দাবি, সবার আগে জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন বা অন্য কোনো নির্বাচন তারা মানবে না। গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারেÑ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নিজেদের নীতিগত সিদ্ধান্তের কথা জানান বিএনপির নেতারা।

সংবিধান পুনর্লিখন বা আমূল পরিবর্তনের জন্য গণপরিষদ নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির একাধিক নেতা বলছেন, সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ প্রয়োজন। এটি এনসিপির প্রথম ও প্রধান লক্ষ্য। 

বিএনপির নেতারা বলছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে হতে পারে এমন ধারণা তারা বোঝাতে ব্যর্থ হয়েছেন। তাই এখন নতুন একটি ধারণা জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছেন তারা। 

আত্মপ্রকাশের পর গত ৪ মার্চ রাজধানীর রায়েরবাজারে জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমেই নতুন কাঠামো ও নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’ এরপর ৬ মার্চ রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারেও তিনি একই কথা পুনর্ব্যক্ত করেন।

নাহিদ ইসলামের এই বক্তব্যকে সরাসরি নাকচ করে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গত শনিবার খেলাফত মজলিসের ইফতার মাহফিলে তিনি বলেন, ‘আমাদের কথা পরিষ্কার, এখানে (একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন) কোনো জাতীয় ঐক্য, এ বিষয়ে হয়তো হবে না। একটি বড় রাজনৈতিক দলের সদস্য হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে পারি, জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার।’

এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবির বিষয়টি উল্লেখ করে গতকাল সোমবার সংসদ ভবনে জাতীয় ঐকমত্যের কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, এর বাইরেও অনেক রাজনৈতিক শক্তি ও দল গণপরিষদের কথা অতীতেও বলেছে। কেবল ৫ আগস্ট-পরবর্তী নয়, বাংলাদেশে দীর্ঘদিন ধরে যারা সংবিধান নিয়ে আলোচনা করে, রাষ্ট্র সংস্কারের কথা বলে তারা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছেন। আমরা রাজনৈতিক দলের কাছে প্রস্তাবগুলো উপস্থাপন করেছি, তারা মতামত দিক, তারপর আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব। সেক্ষেত্রে জাতীয় সংসদ ও গণপরিষদের ভূমিকা পালন করতে পারে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশে অতীতেও অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয়েছে। তবে এটি একমাত্র পদ্ধতি নয় বরং আলোচনা ও মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিএনপি মনে করছে, জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করতেই গণপরিষদ নির্বাচনকে সামনে নিয়ে আনা হচ্ছে। ছাত্রদের মূল লক্ষ্য বাহাত্তরের সংবিধান বাতিল বা পুনর্লিখন। কিন্তু সংবিধানের আমূল পরিবর্তনের জন্য প্রয়োজন দীর্ঘ সময়। আবার এটি রাজনৈতিক ঐকমত্য ছাড়া সম্ভব নয়। এ ছাড়াও গণপরিষদ নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যে পৌঁছানো অনেক কঠিন হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গণপরিষদ নয়, জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনই আমাদের সর্বাগ্রে অগ্রাধিকার। জাতীয় সংসদ নির্বাচনই সবচেয়ে জরুরি।’

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রত্যেক দলের কিছু চাওয়া আছে, যেমন ওদের (এনসিপি) দলের কিছু চাহিদা রয়েছে। সবাই সবকিছু চাইতে পারে, তাদের বলারও অধিকার আছে। তবে পথ একটাই, সব রাজনৈতিক দল মিলে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে হবে। না হলে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে যারা যেটা চায় সেটা পাস করে নিয়ে আসতে হবে। খুব সহজ ব্যাপার, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। এটাই গণতন্ত্র। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।’ 

গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন একসঙ্গে হতে পারে জাতীয় ঐকমত্যও সুপারিশ করেছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কারও কারও মতামত বা সুপারিশ থাকতে পারে। যদি ঐকমত্য হয় তাহলে ভালো। এখানে ঐকমত্য হওয়ার আমরা কোনো সুযোগ দেখছি না। সুতরাং যেখানে ঐকমত্য হওয়ার সুযোগ নেই সেগুলো এখন হওয়ার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচনের পর এসব বিষয়ে সিদ্ধান্ত হবে।’

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘সালাহউদ্দিন আহমেদ বিষয়টি যেভাবে দেখেছেন, এটি সে রকম নয়। আমরা ধরে নিতে পারি, এককভাবে গণপরিষদের ব্যাপারে তাদের (বিএনপির) আপত্তি নেই। গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করতে গেলে তাদের আপত্তি। আমরা এই দুই নির্বাচন একসঙ্গে করার কথা বলিনি। আমরা বলেছি, গণপরিষদ নির্বাচনে যারা জিতে আসবেন, সংবিধান প্রণয়নের পর তারাই আইনসভায় রূপান্তরিত হয়ে যাবেন। এটি হলে এখানে স্বল্প বা দীর্ঘমেয়াদি কোনো সমস্যাই হবে না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘একেবারেই ঐকমত্য সম্ভব নয় বলে যে বক্তব্য তিনি দিয়েছেন, এটা রাজনৈতিকভাবে কঠোর অবস্থানে চলে যাওয়া। এই কঠোর অবস্থানটা বিশেষত সমস্যাজনক, যখন আমরা দেখি এখানে সংবিধান পরিবর্তন ছাড়া গণতান্ত্রিক আকাঙ্ক্ষা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’

এদিকে জামায়াতে ইসলামী গণপরিষদ নির্বাচনের ব্যাপারে এখনও তাদের দলীয় অবস্থান পরিষ্কার করেনি। তবে দলটি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে চায়। জামায়াতে ইসলামীর সঙ্গে সুর মিলিয়ে এনিসিপি স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবি তুলছে। অন্যদিকে, বিএনপি বলছে, উপজেলা, পৌর বা ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো সামান্য বিষয় যেন অগ্রাধিকার না পায়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। প্রতিদিনই বিভিন্ন আলোচনা সভা বা মানববন্ধনে নেতারা এই দাবি তুলছেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই। তবে গণপরিষদ নির্বাচনের ব্যাপারে দলের মধ্যে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন চাই। তবে জাতীয় নির্বাচনের আগে যে সময় রয়েছে তাতে স্থানীয় নির্বাচন করে জাতীয় নির্বাচন করার জন্য যথেষ্ট সময় থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা