রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২০:৩২ পিএম
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশেদুল হায়দার লিংকন ও সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কবির হোসেন কাননকে আহ্বায়ক ও আতিকুর রহমান রিপনকে যুগ্ম আহ্বায়ক এবং আবদুস সাত্তার মজুমদারকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিাষ্ট রামগঞ্জ উপজেলা কমিটি এবং জামাল উদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক, আবদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক ও মিজানুর রহমান ভূইয়াকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করীম লিটন জানান, এই কমিটি আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিটের সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন ও সদস্য সচিব আবদুস সাত্তার মজুমদার বলেন, কমিটি ঘোষণা করায় ধন্যবাদ জানাই। দলের যে কোনো কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করেছি এবং দলের প্রয়োজনে যে কোনো সময় নিজেদের প্রস্তুত রাখব।