রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৭:২৯ পিএম
কমলনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মাও. ইউছুফ পাটোয়ারী ও সদস্য সচিব আবু সায়েদ দোলন।
দীর্ঘ ১৪ বছর পর লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে লক্ষ্মীপুর জেলা যুবদল।
শনিবার (১ মার্চ) জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রশিদুল হাসান লিংকন ও সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এতে মাও. ইউছুফ পাটোয়ারীকে আহ্বায়ক, এডভোকেট আমজাদ হোসেনকে যুগ্ম-আহ্বায়ক ও আবু সায়েদ দোলনকে সদস্য সচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট কমলনগর উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ৩২ জনকে সদস্য করা হয়।
অন্যদিকে মো. শিবলী নোমানকে আহ্বায়ক, মো. জমির আলীকে যুগ্ম-আহ্বায়ক ও শাহ মো. শিব্বীর আহমেদকে সদস্য সচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট রামগতি উপজেলা আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়। এই কমিটিতেও ৩২ জনকে সদস্য করা হয়েছে।
কমলনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মাও. ইউছুফ পাটোয়ারী ও আবু সায়েদ দোলন জানান, পূর্ণাঙ্গ কমিটি জেলা নেতৃবৃন্দ ঘোষণা করবেন। আমাদের মূল লক্ষ্য যুবদলকে উজ্জীবিত করে সকল আন্দোলন সংগ্রামে সবাইকে সাথে নিয়ে দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করা।
লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন বলেন, তিন মাসের জন্য কমলনগর ও রামগতি উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।
১৪ বছর আগে ২০১১ সালে কমলনগর উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে এম দিদার হোসেন ও সদস্য সচিব হিসেবে মাও. ইউছুফ পাটোয়ারী দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১৪ বছর পর নতুন কমিটি পেয়ে যুবদলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেন। নবগঠিত কমিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা।