প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৪:১২ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫ ১৫:০৪ পিএম
শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। প্রবা ফটো
প্রতি বছরের মত এবারও পবিত্র রমজান মাসে প্রতিদিন কয়েক হাজার ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে প্রতিদিন বিকাল ৫টায় এই গণইফতার অনুষ্ঠিত হবে।
শনিবার (১ মার্চ) সকালে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, রমজান মাস আসলে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির একটা আশংকা তৈরী হয়, অপরাধী চক্র সক্রিয় হয় ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা নৈরাজ্যকর কর্মকাণ্ডে। এসব বিষয়ের পেছনে অতীতে সরকারের মদদপু্ষ্ট সিন্ডিকেট, চাঁদাবাজ গ্রুপ ও দলীয় সন্ত্রাসীরা জড়িত থাকত। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট কোন দলের সরকার না। তাদের মদদপুষ্ঠ সিন্ডিকেট বা চাঁদাবাজ গ্রুপ নেই। তাহলে কেন এবারের রমজান ভয়, শংকামুক্ত হবে না? কেন এবারের রমজানে মানুষ নির্ভয়ে, নিরাপদে, নিরুদ্বেগে ইবাদাত বন্দেগী করতে পারবে না?
মঞ্জু রমজানে দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনকে সরকারের জন্য পরীক্ষা হিসেবে উল্লেখ করে বলেন; এই পরীক্ষায় সরকারকে পাশ করতে হবে অন্যথায় এই সরকারের দ্বারা একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে কিনা তা নিয়ে অনাস্থা সৃষ্টি হবে।
তিনি রমজানে যানজট নিরসনসহ সারাদেশে যোগাযোগ ব্যবস্থায় জনভোগান্তি দুর করার জন্য সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহযোগিতায় বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
রমজানে এবি পার্টির পক্ষ থেকে সারাদেশে ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুস্টিকর খাবার বিতরণের কর্মসূচিকে একটি মডেল কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছল মানুষ ও বিভন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিজ নিজ উদ্যোগে জনকল্যাণে এই কর্মসূচি গ্রহণ করতে পারে। যারা নিজে উদ্যোগ নিতে পারবেননা তারা চাইলে এবি পার্টির তহবিলে খাদ্য সামগ্রী বা নগদ অর্থ প্রেরণ করে এই মহৎ কাজে শরীক হতে পারেন বলে তিনি আহ্বান সূচক মতামত ব্যক্ত করেন।