চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৪ পিএম
প্রবা ফটো
দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম। তিনি বলেছেন, ‘সংস্কারের নামে নির্বাচন দিতে নানা তালবাহানা ষড়যন্ত্রের অংশ। ক্ষমতাকে চিরস্থায়ী করার দিকে এই সরকারের মনোযোগের কারণে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে। অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। নির্বাচন ছাড়া, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই দম বন্ধ অবস্থার অবসান ঘটবে না।’
শুক্রবার (২৮ ফেব্রয়ারি) বিকালে সিপিবি চট্টগ্রাম জেলার উদ্যোগে নগরীর সিনেমা প্যালেস চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মব ভায়োলেন্স বন্ধ ও জনজীবনের সংকট নিরসন করা, দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা, অন্তর্বর্তী সরকারের ছয় মাসের কাজের শ্বেতপত্র প্রকাশ করা, নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সিপিবি সভাপতি বলেন, ‘মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। দেশের মানুষ দম বন্ধ অবস্থায় দিন যাপন করছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না।’
সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং জামাল উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদক মণ্ডলীর সদস্য মছি-উদ-দৌলা, রেখা চৌধুরী, কোতোয়ালি থানার সম্পাদক দেবাশীষ দেবু প্রমুখ।