এনসিপির আত্মপ্রকাশ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪২ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৭ পিএম
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকাল থেকে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলে দলে আসছে ছাত্র-জনতা। প্রবা ফটো
আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। নতুন এ দলের নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ দলের আত্মপ্রকাশ ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, মাইক্রোবাসে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েত হচ্ছে ছাত্র-জনতা। আগতদের অধিকাংশই তরুণ শিক্ষার্থী। তবে বয়োজ্যেষ্ঠ অনেকেই এসেছেন অনুষ্ঠান দেখতে।
উত্তরবঙ্গের সীমান্তের জেলা ঠাকুরগাঁও থেকে আসা তারেক রহমান বলেন, ‘দীর্ঘ ১২ ঘণ্টার জার্নি পাড়ি দিয়ে আমরা ঠাকুরগাঁও থেকে এসেছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ জন এখানে এসেছি। আমরা চাই নতুন এ দলের হাত ধরে নতুন বাংলাদেশের সূর্য নতুন করে উদিত হোক।’
অন্যদিকে টেকনাফের মুরাদ হোসেন বলেন, ‘বুকের রক্ত দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটানোর পর যে গণঅভ্যুত্থানের দেখা পেয়েছি তা আমাদের ধরে রাখতে হবে। বাংলাদেশের রাজনীতিতে নতুন ও সম্ভাবনাময় একটা সময়ের সৃষ্টি হবে এটাই আমাদের চাওয়া।’
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আগত ৫৫ বছর বয়সি নাসির উদ্দিন বলেন, ‘বিগত সময়ে কোনো সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার আশ্বাস দিয়ে তা বজায় রাখেনি। আমি চাই ছাত্রদের নিয়ে গঠিত রাজনৈতিক এ দল গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক ধারা জারি রাখবে। বাংলাদেশে গণতান্ত্রিক শক্তি কায়েম করবে।’
সিলেটের সুজল মিয়া বলেন, ‘দেশের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় এমন একটি সরকার আমরা দেখতে চাই। নাগরিক পার্টির মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে বলে আমার বিশ্বাস।’
দলীয় সূত্রে জানা গেছে, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতাকর্মীর পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। আয়োজকরা লক্ষাধিক মানুষের সমাগম প্রত্যাশা করছেন। এতে ইউনিয়ন থেকে জেলা, বিভাগের অসংখ্য মানুষ আসবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। ফলে আয়োজনটা হবে অনেক বড়।
উল্লেখ্য, দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়নি।