জাতীয় নাগরিক পার্টি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৪ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৯ পিএম
‘জাতীয় নাগরিক পার্টি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজ। প্রবা ফটো
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত এ দল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে যাত্রা করবে।
আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সকাল থেকেই সড়কের উত্তর পাশের লেনে যান চলাচল বন্ধ রেখে মঞ্চ নির্মাণের কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে। এলইডি ডিসপ্লেসংবলিত মঞ্চটি পূর্বমুখী, যার সামনে তিন স্তরে চেয়ার ও সোফা সাজানো হয়েছে। অতিথিদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ বিশ্রামাগার।
আয়োজক কমিটির প্রতিনিধি আবু সাইদ রিও জানান, ‘আমাদের সব প্রস্তুতি শেষ। স্বেচ্ছাসেবী টিম গঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি, বিশুদ্ধ পানি, ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সদস্য সচিব আখতার হোসেন ভিডিও বার্তায় বলেন, ‘আগামীকাল ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিক যাত্রা করতে পারব।’
তিনি বলেন, ‘আমরা রাজনীতিতে বাংলাদেশের স্বার্থের কথা বলেছি। ডান-বাম ও মধ্যমপন্থার কথা বলেছি। মানুষের অধিকার ও মর্যাদার কথা বলেছি। আমরা আশাবাদী, আত্মপ্রকাশ অনুষ্ঠানে সব ধর্মবর্ণলিঙ্গের মানুষ অংশগ্রহণ করবে।’