× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগে আ. লীগের বিচার, সংস্কারের শেষে নির্বাচন : মুজিবুর রহমান

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

নির্বাচনের আগে দেশ সংস্কারের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘যারা জালেম, যারা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছে তাদের অবশ্যই বাংলার মাটিতে বিচার হতে হবে। বিচারের আগে নির্বাচনের কোনো প্রশ্নই আসতে পারে না। আগে বিচার, তারপর নির্বাচন। একই কায়দায় বাংলাদেশে সত্যিকার যদি সুন্দর একটা নির্বাচন ব্যবস্থা পেতে হয়, তাহলে আমাদেরকে আগে সংস্কার করতে হবে। সংস্কার করা ছাড়া বাংলাদেশে নির্বাচন ভাল হবে না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহরের মিয়াপাড়ায় আলহেরা মডেল মসজিদ প্রাঙ্গনে গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘কেউ কেউ জেনে হোক, না জেনে হোক বা তাদের বিভিন্ন চিন্তার কারণে হোক- তারা তাড়াতাড়ি নির্বাচন চায়। দ্রুত নির্বাচন করতে গিয়ে যদি তা নির্বাচনের মতো না হয় সেটা জাতির জন্য অমঙ্গল হবে। যে কারণে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করলাম সেই আন্দোলন ব্যর্থতায় পরিণত হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ গোটা জাতিকে চরিত্রের দিক থেকে ধ্বংস করে ফেলেছিল। তারা চোর শুধু থাকল না, এরা ডাকত হলো, শুধু ডাকাত থাকল না, এরা খুনি হয়েছে, মানুষকে খুন করেছে। এরা ধর্ষণ করেছে, ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। ১০০ জন নারীকে একাই ধর্ষণ করে তা আবার নির্লজ্জের মতো প্রচার করেছে, আওয়ামী লীগ তাদের প্রটেকশন দিয়েছে। আর তাদের নাম হয়েছে সোনার ছেলে।’

গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করিমের সভাপত্বি অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- গোপালগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, ২ আসনের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আজমল হোসেন সরদার ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. আল মাসুদ খান। 

সমাবেশে জেলা জামায়াতের অর্থ সম্পাদক ফজলুল হক, শ্রমিক সম্পাদক শমসের আলী মোল্যা, সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, প্রকাসশনা সম্পাদক শওকাত আলম আজাদ ছাড়াও জেলার সব উপজেলার আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারিসহ জেলার শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা