× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগে স্থানীয় নির্বাচন, সংস্কার শেষে জাতীয় : জামায়াত আমির

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের উপজেলা চেয়ারম্যান, মেয়র তথা জনপ্রতিনিধি শূন্য রয়েছে। তাই আগে স্থানীয় নির্বাচন দিয়ে জনদুর্ভোগ কমাতে হবে। তার পরে আংশিক সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্তবর্তী সরকারকে আমরা প্রস্তাব দিয়েছি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। এসব কোনো সংসদ সদস্যদের কাজ নয়। তাদের কাজ আইনসভা, দেশ পরিচালিত করা। যারা আইন বোঝেন এমন লোক দিয়ে পেয়ারের নির্বাচন করতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোডে জেলা জামায়াতের আয়োজিত পথসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। ফ্যাসিবাদের দোষর এখনো রয়ে গেছে। আমাদের নেতা মজলুম আজহারুল ইসলামকে জেলে রেখেছে। হয় তাকে ছাড়েন আর না হয় আমিসহ ৩ কোটি মানুষকে জেলে ঢুকানোর প্রস্তুতি নেন।

তিনি বলেন, এর আগে একটি ফ্যাসিবাদ সরকার ছিল যারা মানুষকে মানুষ মনে করতো না। তারা ভেবেছে সারাজীবন ক্ষমতা আকড়ে ধরে রাখবেন। আল্লাহ তায়লা তা হতে দেয়নি। তারা সামান্য বিষয়ে মানুষকে উপহাস করত। কি করেছ কোরানের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে। আমাদের দলের নেতাকর্মীদের কথায় কথায় জেলে দিত। আজ তারা পালিয়েছে। কিন্তু আমরাতো যেতে বলিনি।

তিনি আরও বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ গেলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। এখন শুধু হাত বদল হয়েছে। এরা যেমন দখলবাজ ছিল তা আরেক গোষ্ঠীর হাতে চলে গেছে। আমরা বলতে চাই এমন কোনো কাজ করবেন না যা শহীদদের মনে কষ্ট দেয়। আর চাঁদা দাবি করবেন না, দখলদারি করবেন না, আর মানুষকে কষ্ট দিবেন না।

পথসভায় জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মো. মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন,  ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, সাবেক জেলা আমীর মাওলানা আবদুর রহিম পাটওয়ারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. আতিকুর রহমান।

বক্তব্য রাখেন- জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন  জাহাঙ্গীর আলম প্রধান, মুহাদ্দিস আবু নসর আশরাফী, শহর আমীর এডভোকেট মো. শাহজাহান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন, ফরিদগঞ্জ আমীর ইউনুস হেলাল, শাহরাস্তি আমীর মোস্তাফা কামাল, হাজীগঞ্জ উপজেলা কলিম উল্লাহ, পৌরসভা আমীর আবুল হাসানাত, ছাত্রশিবিরের শহর সভাপতি মোহররম আলী, জেলা সভাপতি ইব্রাহীম খলিল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা