× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতৃত্বের আকাঙ্খা-প্রতিযোগিতা গণতন্ত্রের সৌন্দর্য : বিএলডিপি চেয়ারম্যান

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘নেতৃত্বের আকাঙ্খা-প্রতিযোগিতা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের সামনের লড়াই এখনো শেষ হয়নি। একটি সুন্দর-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এবং যাতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে- সেজন্য আমরা রাজপথে আছি। আমাদের রাজপথে থাকতে হবে।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর আবু নাছের শেখের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা বিএনপি এ আয়োজন করে।

শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমরা যারা বিএনপি করি, আমরা যারা বিএনপির আদর্শের যোদ্ধা, আমরা এমন কাজ করব না, যে কাজ আমাদের আগামী দিনে ভোটারদের কাছে নেতিবাচক মনোভাব যায়।’

তিনি বলেন, ‘আমরা প্রত্যেকে ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য যার যার জায়গা থেকে কাজ করব। তারেক রহমানের নেতৃত্বে একটু সুখী সমৃদ্ধাশালী বাংলাদেশ গঠনের জন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেকে একেকজন সৈন্য হিসেবে কাজ করব।’

উপজেলা বিএনপির সদস্য আবু হান্নান লাভলুর সঞ্চালনায় ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক শাকিলের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান বাহার, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু, রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ মো. কামরুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা