× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগ ক্ষমতায় এসে জামায়াতের শীর্ষ ১০ নেতাকে খুন করেছে : শফিকুর রহমান

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৬ পিএম

শনিবার দুপুরে লক্ষ্মীপুরে জামায়াতের গণজমায়েত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। প্রবা ফটো

শনিবার দুপুরে লক্ষ্মীপুরে জামায়াতের গণজমায়েত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। প্রবা ফটো

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জামায়াতের শীর্ষ ১০ নেতাকে খুন করা হয়েছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১৩ বছর কারাগারের অন্ধকারে ধুকে ধুকে আজহারুল ইসলাম জীবনের সঙ্গে লড়াই করছেন। দয়া করে এখনই তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। তাকে মুক্তি না দিলে জামায়াতে ইসলামীর ৩ কোটি সমর্থক জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণজমায়েতের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের ব্যানারে এ আয়োজন করা হয়।

জামায়াতের আমির বলেন, আজহারুলকে ভেতরে রেখে আমি আর বাহিরে থাকতে চাই না। সরকারকে অনুরোধ করেছি, ২৫ ফেব্রুয়ারি আমি স্বেচ্ছায় নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলব আমাকে গ্রেপ্তার করুন। আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহার ভাই মুক্তি পাবেন, পরদিন আমাকে মুক্তি দিয়েন।

ডা. শফিকুর রহমান বলেন, ৫৪ বছরে এ বাংলাদেশের অনেক কিছু বদলে গিয়েছে। দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে। এই ৫৪ বছরে অনেক জনের শাসন আমরা দেখেছি। অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের ইসলামের আদর্শের শাসন এখনও দেখার সুযোগ হয়নি। অতিতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে, শশ্মান বাংলা কায়েম করেছে। কোরআন’ই একমাত্র সোনার বাংলা কায়েমের গ্যারান্টি দিতে পারে। আর কেউই দিতে পারবে না। বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ। এখন হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ।

তিনি বলেন, ৫৩ বছর চলে গেল আমরা সত্যিকারের স্বাধীনতা পেলাম না। এর আগেও ৪৭ সালে আমরা স্বাধীন হয়েছিলাম তখনও পেলাম না। এখন ২৪ এ মানুষ বুক ভরা আশা নিয়ে, বুক পেতে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল, যে ২৪ এর পরে সমস্য দুঃশাসন-দুর্নীতির অবসান হবে। আমরা মুক্ত হতে পারিনি। আমাদের সন্তানেরা একটি বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল। আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল, বুকের ভেতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই ঝড়টা ছিল সমাজের অন্যায়-অবিচার, দুর্নীতি এবং দুঃশাসন। কোন যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না। বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, যুদ্ধ করে বিজয়ী হয়। হয় শহীদ হয়, না হয় গাজী হয়। মাঝখানে আর কিছু নেই।

তিনি বলেন, এমন রাজনীতিকে ঘৃণা করি, যে রাজনীতি করতে গেলে দেশ ছেড়ে পালাতে হয়। এমন জীবন গঠন করি, যে জীবন সর্ববস্থায় আমাদের জন্য সম্মানের হয়। ফাঁসির রসিতে ঝুললেও যেন সম্মানের হয়। আবু সাঈদের মতো বুক পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয়। রাজনীতিবিদদের জীবন এমন হওয়া উচিত। চাঁদাবাজি, দুর্নীতি যারা করেন তারা কোন দলের কোন ধর্মের কোন প্রজাতির কোন গোষ্ঠীর এটি না দেখে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, বন্ধুরা দয়া করে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান। আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবা না। অপকর্ম ছেড়ে দাও। খাওয়ার অভাব হলে আমরা আশ^স্ত করছি, আল্লাহ আমাদের যে নেয়ামত দিয়েছে সমস্ত মানুষ মিলে ভাগবাটোয়ারা করে খাবো। তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও। দখল বাণিজ্য ছেড়ে দাও। তোরা মানুষকে কষ্ট দিও না।

জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও মো. ফারুক হোসাইন নুরনবীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান ও ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আযিম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা