নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৭ পিএম
আব্দুল জব্বার। ফাইল ফটো
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনের (হিজলা-মেহেন্দিগঞ্জ) প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারকে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বরিশালে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে অধ্যাপক আব্দুল জব্বারকে বরিশাল-৪ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। প্রধান অতিথি কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে হিজলা-মেহেন্দিগঞ্জ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে অধ্যাপক আবদুল জবারের নাম ঘোষণা করেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য মাওলানা ফখর উদ্দিন খান রাযী।
উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর অধ্যাপক ড. মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ ও অধ্যাপক সাইয়েদ আহমদ খান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম, এ্যাড জহির উদ্দিন ইয়ামিন, এ্যাড আজম খান অধ্যাপক, মোশাররফ হোসাইন, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক মাসউদুর রহমান শিকদার, হাফেজ মাওলানা কাওসার হোসাইন, সাইফুর রহমান, মো. নুরুল হক সোহরাব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা সভাপতি মো. আকবর আলী, মেহেন্দিগন্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, হিজলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি সৈয়দ গুলজার আলমসহ উপজেলা কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
সমাবেশে স্থানীয় কাউন্সিলরদের মতামত এবং কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের আলোকে বরিশাল-১ আসনে মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল-২ আসনে মাস্টার আব্দুল মান্নান, বরিশাল-৩ আসনে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল-৫ আসনে এ্যাড মোযাযযম হোসাইন হেলাল এবং বরিশাল-৬ আসনে অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের নাম ঘোষণা করা হয়।