× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামনে বিএনপির কঠিন সময়, ঐক্যবদ্ধ থাকতে হবে : আমান উল্লাহ

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৬ পিএম

চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন আমান উল্লাহ আমান। প্রবা ফটো

চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন আমান উল্লাহ আমান। প্রবা ফটো

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ‘বাংলাদেশে আগামীর সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার ও জণগনের সরকার। সেই সরকারকে সামনে রেখে বিএনপি দেশের জন্য কাজ করবে। এজন্য বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেননা আমাদের সামনে কঠিন সময়। সেই কঠিন সময়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং দেশ পুনর্গঠনের প্রস্তুতি নিতে হবে।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যয়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয়।

আমান উল্লাহ আমান বলেন, ‘শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কি না করেছে। দীর্ঘ ছয়মাস বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে অসুস্থ বানিয়েছে। শেখ হাসিনা ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা করেছে। তাদের হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের ৫৭ বার ফাঁসি হবে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’

তিনি বলেন, ‘খুনি হাসিনার জায়গা বাংলাদেশে নেই। তাদের প্রেতাত্মাদের জায়গা নেই। তারা যদি দেশে আসার চিন্তা করে তাহলে দেশের মানুষ তাদেরকে জায়গা দেবে না। তাই আমাদের প্রস্তুতি নিতে হবে। যেভাবে দীর্ঘ আন্দোলন করে দেশ ফ্যাসিস্ট মুক্ত করেছি সেভাবেই আগামীর নির্বাচনে জনগণের ভোটে বিএনপির নির্বাচিত হবে।’

জনসভায় সভাপতিত্ব করেন- জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন- খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির নেতা অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, আব্দুল জব্বার সোনাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে দুপুর থেকেই জনসভায় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা