× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখন সাধারণ মানুষ ভালো নেই : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, এখন সাধারণ মানুষ কেউ ভালো নেই। কারণ ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা রয়ে গেছে, যারা বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না। দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে যে সিন্ডিকেট কাজ করছে তাদের ধরতে পারছে না। দোসররা ফিরে আসতে পারবে না, কিন্তু তারা উশৃংখলতা করছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ে নগর ভবনের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলার দাবিতে বরিশালে জেলা দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

সেলিমা রহমান বলেন, বর্তমান সরকার স্থানীয় নির্বাচন করতে পারবে না। তাই আগে তাদের সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, ছাত্ররা সরকার থেকে বেরিয়ে এসে নির্বাচন করুন। জনগণের ভালোবাসায় ভোট পেলে নির্বাচিত হবেন।

তিনি বলেন, সংস্কার আমরাও চাই, তারেক রহমান ৩১ দফা সংস্কারের ডাক দিয়েছেন। তার আন্দোলন চলাকালেই বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়েছে। তারেক রহমানকে নেতৃত্বে ফিরিয়ে আনতে হবে।

পরে তিনি মুক্তিযুদ্ধ, ভাষা সৈনিক ও ২৪ এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার। এ সময় আরও বক্তব্য রাখেন- চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদারসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন- দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা