নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৬ পিএম
বরিশাল মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। প্রবা ফটো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেছেন, ‘বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হলেও বৈষম্য এখনও দূর হয়নি। বাংলাদেশ জামায়েত ইসলামী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলেও তাদের ব্যাপারে চরম বৈষম্য করা হচ্ছে।’
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নগরীর টাউনহল চত্বরে এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, ‘চরম জুলুম করা হয়েছে এটিএম আজহারুল ইসলামের ওপর। যুদ্ধাপরাধের নামে, তথাকথিত মিথ্যা মামলায়, নাটকীয় সাজার রায় দেওয়া হয়েছে। মিথ্যা রায়ের বিরুদ্ধে আপিল করা হয় কিন্তু আওয়ামী কোর্টে তার ফাঁসি বহাল থাকে। ফ্যাসিস্টরা যে রায় দিয়েছিল, সেই রায় এখনও কিভাবে কার্যকর থাকে?’
তিন বলেন, ‘আজ এই মজলুম জননেতা আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দিতে হবে, নয়তো বাংলার জনগণ তাকে ছাড়ানোর জন্য ব্যবস্থা করবে।’
তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগকে কেন এখনও নিষিদ্ধ করলেন না, কেন গণহত্যার রায় এখনও হলো না- সে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ৫ আগস্ট নির্ধারিত হয়েছে। এদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সহকারী সেক্রেটারি হাফেজ আতিকুল্লাহর সঞ্চলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বারসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষ একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর সদররোড থেকে শুরু হয়ে কাকলীর মোর, ফজলুল হক এভিনিউ, সিটি কর্পোরেশন, চকবাজার, বাজার রোড, নাজিরের পুল, জেলখানা মোর হয়ে টাউন হলে এসে শেষ হয়।