× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় : মির্জা ফখরুল

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৮ পিএম

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে স্বৈরাচার সরকারের দোসরা মাথাচাড়া দিয়ে উঠবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে যশোর টাউন হল ময়দানে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে হাজারো দমন পীড়নে নেতাকর্মীরা রাজপথে ছিল। কেন্দ্র নেতাদের নির্দেশে তারা সু সংঘটিত ছিল। ৫ আগস্টের পর নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়েছে। তাই এই উজ্জীবিত নেতাকর্মীদের নিয়ে মাঠে থাকতে চাই। 

তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, আমাদের ছেলেরা আপনাকে প্রধান উপদেষ্টা করেছেন। আপনি দ্রুত নির্বাচন দিন। যদি দল করার মতলব থাকে। তাহলে নিজেকে অন্তবর্তীকালীন সরকার প্রধান থেকে প্রত্যাহার করে দল গঠন করুন। যত দ্রুত নির্বাচন দিবেন, তত দ্রুতই দেশে শৃঙ্খলা ফিরবে। তা না হলে আপনি আগামী দিনে পরিস্থিতি সামাল দিতে পারবেন না। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, কোনভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা যাবে না। 

এর আগে দুপুরে তিনি যশোর বিমানবন্দরে পৌঁছালে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ দলীয় নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

সমাবেশ খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই যশোরের বিএনপি সুসংগঠিত। অন্তবর্তীকালীন সরকার নির্বাচন দিতে তালবাহানা করলে যশোর থেকেই নির্বাচনের দাবিতে জনগণ মাঠে নামবে। তাই অতি দ্রুত তিনি নির্বাচনের দাবি করেন।

এর আগে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান মিজানুর রহমান খান বলেন, স্বৈরাচার সরকার হঠাতে শুধুমাত্র ছাত্ররা কাজ করেনি। রাজপথে বিএনপির নেতাকর্মীরাও ছিল। দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত করুন। তা না হলে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে। আর তার দায়ভার নিতে হবে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে।

বিএনপির কেন্দ্রীয় নেতা মফিদুল হাসান তৃপ্তি বলেন, ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোন সরকার ছিল না। তখন বিএনপির চেয়ারপারসন ও শিক্ষার্থীদের সমন্বয়ে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান করা হয়। এখন তারা নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। যদি স্বৈরাচার সরকারের মতো তালবাহানা করে তাহলে বিএনপির অঙ্গ সংগঠনগুলো মাঠে নামতে বাধ্য হবে। তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারবিরোধীদের মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদেরকে আটক করেন। কোমরে দড়ি দিয়ে টানতে টানতে জেলে নিক্ষেপ করেন। এখন সেই পুলিশ সদস্যরা প্যারালাইস হয়ে পড়ে আছে। তারা কি এখন পারেন না? স্বৈরাচার সরকারে দোসরদের মোবাইল ফোন ট্রাকিং করে গ্রেপ্তার করতে। কিন্তু কেন তাদেরকে গ্রেপ্তার করছে না এটা সারা বাংলাদেশের মানুষ জানে।

সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আরও বক্তব্য রাখেন- সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদল সভাপতি রাজিবুল রহমান সাগর, যশোর পৌরসভার সাবেক মেয়র নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম মারুফ ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও  সাবেক ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা