প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৭ পিএম
প্রবা ফটো
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বৈরাচারের প্রেতাত্মাদের রেখে দেশের পরিপূর্ণ সংষ্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট মাঠে ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি
বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন বাংলাদেশকে ধ্বংস করে গেছে। জুলাই আগষ্টের
ছাত্রজনতার গণআন্দোলনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে
পারেনি, পরিপূর্ণ ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেনি। বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলো
এখনও পর্যন্ত পরিপূর্ণ ভাবে পূরণ হয়নি।
তিনি
আরও বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপকৃত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে
সংষ্কারের উদ্দেশ্য নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রুপরেখা
দিয়েছেন। সেই রুপরেখার বার্তা আমাদেরকে সারা বাংলাদেশের তৃনমূল মানুষের দারগোরায় পৌঁছে
দিতে হবে।
বিশেষ
অতিথি হিসেবে জাতীয় নির্বাহী কমিটির ঋণ বিষয়ক সম্পাদক এম কাইয়ুম বলেন, শহীদ জিয়াউর
রহমান, খালেদা জিয়ার আমাদের অহংকার। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের গুম খুনে নির্যাতিত
হননি, তার অত্যাচারের শিকার হননি, এমন মানুষ খুব কমই আছেন। তারেক রহমানের দেওয়া ৩১ দফা
দেশকে উন্নত,দেশ গড়ার করার ভবিষ্যৎ কর্মসূচি। বিএনপি একটি জাতীয়বাদী শক্তি, ইসলামে
মূল্যবোধের দল। জেল জুলুমের ভয়ে আমাদের কোন নেতাকর্মী দমেনি। আমাদের নেতা তারেক রহমান
আপোস করেননি। বর্তমান সংস্কারে ৩১ দফা বাস্তবায়ন করা সময়ের দাবি।
কেন্দ্রীয়
কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী আমিন বলেন, ১৮ কোটি মানুষ প্রতিটা
পেশাজীবী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট রুপরেখা আনা হয়েছে এই ৩১ দফায়।
নারীদের জন্য ফ্যামিলি কার্ডের কথা চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা বলা
হয়েছে এছাড়াও আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন যারা বেকার শিক্ষিত যুবক রয়েছেন
এক বছর মেয়াদ বেকার ভাতা প্রণয়ন করা হবে প্রান্তিক কৃষকদের কাছে তাদের ন্যায্য মূল্যের
পণ্য কিনে নেওয়া হবে ৩১ দফা প্রতিটি থানায় প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেয়া
আমাদের কর্তব্য ।
এমদাদুল
হক এমদাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন, বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ
কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক,
আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তহিরুল ইসলাম তুহিন,
হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য এজিএম শামসুল
হক, জাহাঙ্গীর মোল্লা, মাহবুব আলম ভূইয়া শাহীন, আবুল কালাম আজাদ, ফারুক হোসাইন ভূইয়া প্রমুখ।