চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮ পিএম
সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ফাইল ফটো
বিশেষ ক্ষমতা আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সদরঘাট থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় সাবেক এমপি নদভীকে আদালত তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গতবছরের ৪ নভেম্বর চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ, বিস্ফোরণ, নারীদের শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণ করে হত্যার হুমকির অভিযোগে ২৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন মোহাম্মদ মোমেন হোসেন জয় নামে এক ব্যক্তি। সাবেক এমপি নদভী ওই মামলার এজাহারনামীয় আসামি। এই মামলায় আজ বিকেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে তাকে ফের কারাগারে নেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণ করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের কর্মীরা। এছাড়া আসামিরা আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের ধরে মারধর, অশ্লীল গালিগালাজ ও দৃষ্টিকটু ইঙ্গিত, শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে হেনস্তা ও দলবদ্ধ ধর্ষণ করে প্রাণনাশের হুমকি দেন।
২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন নদভী। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। ছাত্র-গণ অভুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি আত্মগোপনে চলে যান। পরে গতবছরের ১৫ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে নদভীকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।