রাজশাহী অফিস
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রবা ফটো
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুনাফেকি ছাড়া কিছুই করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের শাহাদতবার্ষিকীতে তাহেরপুর হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি জামায়াতে ইসলামীকে সমর্থন করেনি। বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল তাদেরকে। কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির একটা চরিত্র আছে, সেটা হচ্ছে ‘মুনাফেকি’। মুনাফেকি ছাড়া তারা কিছুই করেনি। আমরা একসাথে আন্দোলন করলাম এরশাদের বিরুদ্ধে। হাসিনা প্রথম দিকে ছিলেন। হাসিনা বলেছিলেন, এরশাদের অধীনে নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেইমান। তার পরে কাউকে কিছু না বলে হাসিনা এক লাফে এরশাদের অধীনে নির্বাচনে গেলো; জামাতও চলে গিয়েছিল। এবার ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে হাসিনাকে যখন দেশ থেকে বিতারিত করলো, তার কয়েকদিন পর জামায়াত বলে বসলো আমরা আওয়ামী লীগের সবকিছু মাফ করে দিব। আপনি আবু সাইদের রক্ত, মুগ্ধর রক্ত, আহনাফের রক্ত কিভাবে মাফ করবেন।
রিজভী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনসহ সমাজে গণতন্ত্র যদি আমরা নিশ্চিত করতে পারি তবেই ছাত্র-জনতার আত্মহুতির মূল্যায়ন হবে। ভোটের নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে; যেটা আমরা গত ১৭ বছর পাইনি।
শেখ হাসিনা ইয়াবা চোরাচালনের সথে জড়িত উল্লেখ করে তিনি বলেন, দেশের যুবসমাজকে ধ্বংস করার জন্যই হাসিনা ইয়াবা চোরাচালানকে উৎসাহিত করেছেন।
রিজভী জানান, শেখ হাসিনা টাকার ভাগ পাবার জন্য অধিক মূল্যে ভারতের আদানির সাথে বিদ্যুৎ আমদানির চুক্তি করেছিলেন। সমর্থন পাবার জন্য ভারত যা চেয়েছে তাই তিনি দিয়েছেন। দেশের স্বার্বভৌমত্ব একটু একটু করে বিক্রি করেছেন হাসিনা।
রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নেই, ভিসা নেই। তিনি একজন অপরাধী। সেই অপরাধী কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতে থেকে কথা বলতে পারে। অথচ ভারত তাকে প্রশ্রয় দিচ্ছে। এখন ভারতের কোন ক্রিমিনালকে যদি বাংলাদেশে আশ্রয় দেয়। তখন ভারত কি বাংলাদেশকে ছেড়ে কথা বলবে। আওয়ামী লীগের সদস্যরা এখনও দেশের ছাত্র-জনতার ওপর হামলা করছে। যারা এই দেশের তরুণদের রক্ত কুড়ে কুড়ে খেয়েছে তাদেরকে আপনি অশ্রয় দিবেন। সেই ভারত যদি জামায়াতের কাছে প্রিয় হয়ে যায় তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক’।
অনুষ্ঠানে রাজশাহী জেলা ও মাহনগর বিএনপিসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।