× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুল কোনো সিদ্ধান্তে দেশ রসাতলে যাবে : ফয়জুল করিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪১ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫২ পিএম

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের যুব সম্মেলনে বক্তব্য দেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। প্রবা ফটো

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের যুব সম্মেলনে বক্তব্য দেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। প্রবা ফটো

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাংচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারকে বুদ্ধিবৃত্তিক মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। ভুল কোনো সিদ্ধান্ত নিলে সরকার ও দেশ দুটোই নিমজ্জিত হবে।’

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের যুব সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ফয়জুল করিম বলেন, ‘নীতির পরিবর্তন না করে বারবার নেতার পরিবর্তন করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী এ দেশের জনগণের প্রত্যাশা হলো বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ। আর কুরআন ও সুন্নাহর মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ নীতি যা বাস্তবায়িত হলে দেশের সর্বস্তরে বৈষম্য দূর করা সম্ভব।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনা করতে হবে। দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয়। শক্ত হাতে দেশ পরিচালনা না করলে এমন বিপদে পড়বেন, যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না এবং গোটা জাতিও রক্ষা পাবে না। কোনো অবস্থাতেই যদি দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই জাতি নিমজ্জিত হবে। আশা-আকাঙ্ক্ষা সবকিছু ভেসে যাবে। এই দুর্ভাগা জাতি আবারও দুর্ভোগের মধ্যে পড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘দেশকে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন। প্রশাসন কন্ট্রোল করতে না পারলে অবস্থা খুবই খারাপ হবে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না।’

সম্মেলনে সভাপতিত্ব করেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আলামিন সোহাগ। উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, সহ-সভাপতি মুফতি শওকত ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাসলিম উদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক কে এম নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক মো. রায়হানুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা