× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্যখাত সংস্কারে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি প্রস্তাবনা দিল বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৬ পিএম

মঙ্গলবার দুপুরে গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত

মঙ্গলবার দুপুরে গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপি দেশের স্বাস্থ্যখাত সংস্কারের জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি তিন স্তরভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এই প্রস্তাবনা তুলে ধরেন।

স্বল্পমেয়াদি পরিকল্পনা (১-৩ বছর)

স্বাস্থ্যখাতের অবকাঠামোগত ও সেবার মান উন্নয়নের জন্য বিএনপি বিশেষভাবে প্রতিরোধমূলক ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে। এই পর্যায়ে প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে রয়েছে—

  • ইউনিয়ন সাব-সেন্টারগুলোর উন্নয়ন এবং পর্যাপ্ত ‘গ্রামীণ স্বাস্থ্য সহকারী’ নিয়োগ।
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মানোন্নয়ন ও সেগুলোকে কার্যকরী রেফারেল সেন্টারে রূপান্তর।
  • বিশেষায়িত সেবার প্রসার, পুষ্টিবিদ নিয়োগ, পরিবার পরিকল্পনা ব্যবস্থার উন্নতি।
  • প্রতিটি নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ।
  • জেলা ও সদর হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক রেফারেল ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন।
  • জরুরি চিকিৎসা ও দূরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা।
  • রোগী ও চিকিৎসকদের মধ্যে সম্পর্ক উন্নয়নে স্বচ্ছ নীতি ও আইন প্রণয়ন।

মধ্যমেয়াদি পরিকল্পনা (১-৫ বছর)

স্বাস্থ্যসেবাকে আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিএনপি স্বাস্থ্য কার্ড প্রবর্তনের পরিকল্পনা নিয়েছে, যা নাগরিকদের চিকিৎসাসেবা সহজলভ্য করবে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা (১-১০ বছর)

স্বাস্থ্যখাতকে আন্তর্জাতিক মানের করতে বিএনপির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রয়েছে—

  • স্বাস্থ্য শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন।
  • আন্তর্জাতিক মানসম্পন্ন স্বাস্থ্য পর্যটন সুবিধা গড়ে তোলা।
  • প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে ইউনিয়ন পর্যায়ে প্রসারিত করা ও সংক্রামক-অসংক্রামক রোগের কার্যকর ব্যবস্থাপনা।
  • ‘গ্রামীণ স্বাস্থ্য সহকারী’ নিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, যার ৭০ শতাংশ হবে নারী।
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ।
  • মাতৃসেবা, শিশুস্বাস্থ্য, জরুরি অস্ত্রোপচার সেবা সম্প্রসারণ।
  • জেলা সদর হাসপাতালগুলোকে আধুনিক চিকিৎসাসেবা প্রদানকারী কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
  • কার্ডিওলজি, নেফ্রোলজি, অনকোলজি, পেডিয়াট্রিকসসহ বিভিন্ন বিশেষায়িত বিভাগ সংযোজন।
  • সরকারিভাবে প্রয়োজনীয় ওষুধ উৎপাদনে শতভাগ সক্ষমতা অর্জন এবং আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলারের ওষুধ রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ।

স্বাস্থ্য খাতে বিগত ১৫ বছরের অনিয়মের করণীয় তুলে ধরে ড. মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের শাসনামলে স্বাস্থ্যখাত ব্যাপক দুর্নীতির শিকার হয়েছে। প্রশাসনিক দুর্নীতি, দলীয়করণ ও অনিয়মের ফলে স্বাস্থ্যসেবা বঞ্চিত হয়েছে জনগণ। চিকিৎসকদের দক্ষতা হ্রাস পেয়েছে এবং জনগণ বাধ্য হয়েছে উচ্চমূল্যের বেসরকারি চিকিৎসা নিতে।

প্রত্যেক সংস্কারের বিষয় সরকারকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, সদস্য শায়রুল কবির খান ও প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা