প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৬ পিএম
মঙ্গলবার দুপুরে গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত
বিএনপি দেশের স্বাস্থ্যখাত সংস্কারের জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি তিন স্তরভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এই প্রস্তাবনা তুলে ধরেন।
স্বল্পমেয়াদি পরিকল্পনা (১-৩ বছর)
স্বাস্থ্যখাতের অবকাঠামোগত ও সেবার মান উন্নয়নের জন্য বিএনপি বিশেষভাবে প্রতিরোধমূলক ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে। এই পর্যায়ে প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে রয়েছে—
মধ্যমেয়াদি পরিকল্পনা (১-৫ বছর)
স্বাস্থ্যসেবাকে আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিএনপি স্বাস্থ্য কার্ড প্রবর্তনের পরিকল্পনা নিয়েছে, যা নাগরিকদের চিকিৎসাসেবা সহজলভ্য করবে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা (১-১০ বছর)
স্বাস্থ্যখাতকে আন্তর্জাতিক মানের করতে বিএনপির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রয়েছে—
স্বাস্থ্য খাতে বিগত ১৫ বছরের অনিয়মের করণীয় তুলে ধরে ড. মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের শাসনামলে স্বাস্থ্যখাত ব্যাপক দুর্নীতির শিকার হয়েছে। প্রশাসনিক দুর্নীতি, দলীয়করণ ও অনিয়মের ফলে স্বাস্থ্যসেবা বঞ্চিত হয়েছে জনগণ। চিকিৎসকদের দক্ষতা হ্রাস পেয়েছে এবং জনগণ বাধ্য হয়েছে উচ্চমূল্যের বেসরকারি চিকিৎসা নিতে।
প্রত্যেক সংস্কারের বিষয় সরকারকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, সদস্য শায়রুল কবির খান ও প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।