× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঈন খানের নেতৃত্ব চীন সফরে যাবেন বিএনপির প্রতিনিধি দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৭ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্ব ১৬ সদস্যর প্রতিনিধি দল চীন সফরে যাবেন। এরই মধ্যে ঢাকাস্থ চীনা দূতাবাসের প্রয়োজন অনুসারে ভিন্ন দুটি তালিকা জমা দেওয়া হয়েছে। উভয় তালিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে। 

এই তালিকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও তাদের যুগপৎ আন্দোলনের শরীকরা রয়েছেন বলে জানা যায়। প্রতিনিধি দলের সূত্রে জানা যায়, আগামী ২১ ফেব্রুয়ারি যাওয়ার সম্ভবনা রয়েছে বলে বলে জানা যায়।  

বিএনপির তালিকায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নূরুল ইসলাম মনি, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। 

এ ছাড়া যুগপৎ আন্দোলনের শরীক দলের নেতাদের মধ্যে রয়েছেনÑ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

আর যুগপৎ আন্দোলনের শরীক দল বিপ্লবী ওয়াকার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বিএনপি ও আমাদের আন্দোলনের যুগপৎ শরীকরা মিলে একটি প্রতিনিধি চীন সফরের কথা রয়েছে। সেখানে  দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আমাদের আলোচনা হওয়ার কথা রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা