× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নির্বাচন কেন বিলম্বিত হবে তা জনগণের সামনে তুলে ধরুন’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৮ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ২১:৪৯ পিএম

জাতীয় প্রেস ক্লাবের এক সভায় বুধবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বক্তব্য দেন। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবের এক সভায় বুধবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বক্তব্য দেন। প্রবা ফটো

অন্তর্বর্তী সরকারকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন কেন বিলম্বিত হবে তা জনগণের সামনে তুলে ধরুন।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সামাদ হলে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের গতি পথ, মানুষের জীবন কীভাবে নির্বাহ হবে, আইনের শাসন কীভাবে নিশ্চিত হবে- সেটা দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। এ দেশে গণতান্ত্রিক শক্তিসমূহের মধ্যে আলোচনা হবে, ডিবেট হবে, দ্বিমত হবে। এটাই গণতন্ত্র। আমাদের সামনে যাওয়ার একটাই পথ, আমরা আলোচনা করব, দ্বিমত পোষণ করব, বহুমত পোষণ করব, সিদ্ধান্ত নিবো বাংলাদেশের মানুষের পক্ষে। এক্ষেত্রে সকল পক্ষই পরাজিত হব, জিতবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষকেই জিততে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের সকলকেই পরাজিত হতে হবে।’

তিনি বলেন, ‘এখনকার প্রশ্ন হচ্ছে বর্তমানে অন্তবর্তী সরকারের সফলতা, ব্যর্থতা, সিদ্ধান্তহীনতা। যদি আমরা এ সরকারকে সফল করতে চাই, তবে সরকারকে গাইড করতে হবে। তাদের তীব্র সমালোচনা করতে হবে। এমনকি সড়কে আন্দোলন করতে হতে পারে, সরকারকে সঠিক রাস্তা নিয়ে আসার জন্য। সরকার মাত্রই সিদ্ধান্তের মধ্যে ভুল করতে পারে। সেটার সকল সরকারের মধ্যে প্রযোজ্য। অন্তর্বর্তী সরকার সকল সিদ্ধান্ত যে নির্ভুলভাবে নেবে, এটা ঠিক নয়। ভুল তাদেরও হতে পারে। সেটাকে সঠিকভাবে পরিচালনার জন্য দায়িত্ব সাংবাদিক সমাজ, রাজনৈতিক দলগুলো এবং গণতান্ত্রিক, শক্তিগুলোর ভূমিকা আছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘সরকারের কিছু ভুল শুধরে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক পথ পরিষ্কার করার জন্য খুব শীঘ্রই আমরা কিছু পদক্ষেপ নেব। এটাকে সরকারের বিরুদ্ধে আন্দোলন বলতে পারেন, সমালোচনা বলতে পারেন। অন্তর্বর্তী সরকারের একটি গুণ আছে, তা হলো মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে তা শুধরায়। গো ধরে বসে থাকে না। সরকার যখন ভুল শুধরায় তখনই মনে হয় এ সরকার জনগণের সরকার।’

তিনি বলেন, ‘নির্বাচন যদি বিলম্বিত করা হয়, কী কারণে বিলম্বিত করবেন? সেই যুক্তিগুলো সরকারকে তুলে ধরতে হবে। ইতোমধ্যে ৬ মাস পার হয়েছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট পেশের পরে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিকশক্তিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে উপস্থাপন করার কথা। কিন্তু ১৪দিন হয়ে গেল এ ধরনের কোনো কার্যক্রম দেখা যায়নি সরকারের পক্ষ থেকে।’

তিনি আরও বলেন, ‘সংস্কারের মধ্যে যে বিষয়গুলো সকল রাজনৈতিক ও গণতান্ত্রিকশক্তি ঐক্যমতে পৌঁছাতে পারে- সেগুলোকে আগে চিহ্নিত করুন। যে বিষয়গুলো দেশের রাজনৈতিক কালচারে ও সমাজে যায় না সেগুলোকে চিহ্নিত করতে হবে। আমি দেখলাম সংবিধান সংস্কারে প্রথম অংশেই স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই-অগাস্টকে সম্পৃক্ত করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের যেকোনো প্রেক্ষাপট কি স্বাধীনতার সঙ্গে যায়? এটা চিন্তা করতে হবে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এখন বিভিন্নভাবে, বিচ্ছিন্নভাবে কথা বলছি। কালকেও দেখলাম আওয়ামী লীগ এ দেশে নির্বাচন করতে পারবে না। নির্বাচন করতে দেওয়া হবে না, নিষিদ্ধ করা হবে। এ বিষয়ে আমরা পরিষ্কারভাবে বলেছি- বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। যেই দল ফ্যাসিবাদী চরিত্রে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধের জন্য যে দল দায়ী, যে দলের নির্বাচিত সরকার দায়ী অনির্বাচিত হলেও। শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এদেশে গণহত্যা ও মানবতারবিরোধী অপরাধ হয়েছে। সুতরাং সেই ব্যক্তির সঙ্গে সেই সংগঠনেরও বিচার করতে হবে।’

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘যারা দায়ী সেই ব্যক্তির বিরুদ্ধে, সাবেক অবৈধ প্রধানমন্ত্রীসহ সবার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালসহ অন্যান্য জায়গায় মামলা হয়েছে। তাদের বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু সংগঠন হিসেবে একটা রাজনৈতিক দলের বিচার করার প্রবিশন আর্টিকেল ৪৭ এ আছে। সুতরাং সেই সংগঠনের গণহত্যা ও মানবতারবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠনের বিচারের জন্য আমরা তো এখনও পর্যন্ত ততো বেশি সোচ্চার নই, কেউ তেমন উচ্চারণ করছে না। কেউ যদি বিচ্ছিন্নভাবে বলে যে নির্বাচন করতে দেবো না- সে ব্যাপারে আইন কী বলে, নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে সেই সময় পর্যন্ত যদি যাদের রেজিস্ট্রেশন বৈধ থাকবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে। এটাও তো মাথায় রাখতে হবে।’

বাংলাদেশ জার্নালিস্ট অ‍্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথি দাসের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক নেতা বাছির জামাল,গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা