কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৭:০৬ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ২০:০৩ পিএম
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ খুনি হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ খুনি নয়, দেশপ্রেমিক। আওয়ামী লীগ ১৮ কোটি মানুষের উপর জুলুম করেছে। মানুষ খুন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে না আসে এবং আমরা যেন তাদের আশ্রয়-প্রশয় না দিই। বাংলাদেশে অন্যায়ভাবে যত মানুষকে খুন করা হয়েছে তার প্রত্যেকটির বিচার চাই আমরা।’
শুক্রবার (২৪ জানুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হয়। চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে। জাতীয় ঐক্য বিনষ্ট হলে পুনরায় স্বৈরাচার ফিরে আসার সুযোগ পাবে। অটুট থেকে মানবিক বাংলাদেশ গড়তে হবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে ২৬ লাখ কোটি টাকা পাঁচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না। আওয়ামী লীগ সরকারের আমলের সংঘটিত সব হত্যার বিচার চাই। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলবে।’
দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন জায়গায় মামলা–বাণিজ্য, তদবির–বাণিজ্য ঘটনার কথা শোনা যায়। যারা এই কাজগুলো করে, তারা এ দেশের মানুষের শত্রু। তারা ২৪-এর গণ–অভ্যুত্থানের চেতনাবিরোধী। আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়—এমন কাজ আমরা করব না। ন্যায়ের পাশে, ইনসাফের পাশে আমরা যত দিন আছি, তত দিন আপনারা আমাদের সঙ্গে থাকবেন। মানবিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে।’
প্রায় ২১ বছর পরে কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো জনসম্মুখে বিশাল জনসমাগম নিয়ে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির আবদুল মতিন ফারুকীর সভাপতিত্বে কর্মী সম্মেলন সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন। কর্মী সম্মেলন উপলক্ষে গতকাল বিকাল ও আজ ফজরের নামাজের পর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকেরা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন। বেলা ১১টার দিকে কলেজ মাঠ লোকজনে ভরে যায়। পরে সেখানে জায়গা না পেয়ে অনেকে কুড়িগ্রাম মারকাজ মসজিদ, জজকোর্ট ও কলেজ মোড়ের বিভিন্ন মাঠে থেকে জামায়াতের আমিরের বক্তব্য শোনেন।
কর্মী সম্মেলনে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার জামায়াতে ইসলামীর আমির ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মমতাজ উদ্দিন, মাহবুবুর রহমান বেলাল ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বক্তব্য দেন।