× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে দ্বিধা কেন, প্রশ্ন রিজভীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৬:৪৬ পিএম

শুক্রবার বনানী কবরস্থানে আরাফত রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রুহুল কবির রিজভী সঙ্গে কথা বলেন। প্রবা ফটো

শুক্রবার বনানী কবরস্থানে আরাফত রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রুহুল কবির রিজভী সঙ্গে কথা বলেন। প্রবা ফটো

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে দ্বিধা কেন? এত গড়িমসি কেন? এটা আজ জনগণের জিজ্ঞাসা।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে আরাফত রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রিজভী এ সব কথা বলেন।

রিজভী বলেন, আমরা শুনতে পাচ্ছি উপদেষ্টার পক্ষ থেকে কিংস পার্টি করা হবে। আমরা এও শুনতে পাচ্ছি, বিশেষ একটি রাজনৈতিক দলকে উপদেষ্টাদের পক্ষ থেকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এজন্য কি রাজনৈতিক দলগুলো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না? মানুষের ধারণা, অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন করবে। অনন্তকাল ধরে তারা সংস্কার করবে, এটা হতে পারে না।

এই নেতা আরও বলেন, আজ থেকে ১০ বছর আগে বিএনপি চেয়ারপারসনকে গুলশানের কার্যালয়ে বালির ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এমন নিমর্মতার খবর শুনে মালয়েশিয়ায় অসুস্থ আরাফাত রহমান মার যান। এসব নির্যাতন-ত্যাগ উপেক্ষা করে গত ৫ আগস্ট আমরা একটা বাংলাদেশ কাঁপানো, পৃথিবীর কাঁপানো বিজয় দেখেছি। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে।

রিজভী বলেন, জনপ্রত্যাশা এই সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য পদক্ষেপ নেবে। কিন্তু যখন শুনি, আগে সংস্কার পরে নির্বাচন। তখন মনে হয়, শেখ হাসিনার সেই বক্তব্যের প্রতিধ্বনি আগে উন্নয়ন, পরে গণতন্ত্র। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার কাছ থেকে এটা শোভা পায় না।

বিএনপির এই নেতা বলেন, যে গণতন্ত্রের জন্য ১৬ বছর ধরে এদেশের মানুষ অপেক্ষা করেছে লড়াই করেছে, রক্ত ঝরিয়েছে, নিজের জীবন উৎসর্গ করেছে, এই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন? এত গড়িমসি কেন? এটা আজকে জনগণের জিজ্ঞাসা, এটা কি অন্যায়? গণতন্ত্র মানে আলোচনা হবে, জিজ্ঞাসা হবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বাজারে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, এটার জন্য কি সমালোচনা করা যাবে না? সরকারের প্রশাসন যদি নিরপেক্ষ কাজ না করে, তার জন্য কি সমালোচনা করা যাবে না? ভয় দেখান, ১/১১ এর পুরাবৃত্তি হবে। সব কিছু উপেক্ষা করে বছরের বছর বুক চিতিয়ে লড়াই করেছি, আন্দোলন করেছি। কোন বিষয়ে কথা বলতে হবে আর বলতে হবে না, দেশের প্রাগ্য রাজনীতিবিদদেরকে কি উপদেষ্টারা শেখাবে? আমাদের আমাদের সব আস্থা তো আপনাদের ওপর দেওয়া হয়েছিলব কিন্তু আমাদের কথা হলো এত গড়িমসি কেন? কেন নির্বাচনের ডেটলাইন নেই, কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে? আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আরে আমরা তো এই কথা শুনতে চাই না-আগে সংস্কার পরে নির্বাচন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের পক্ষ থেকে কেউ কেউ রাজনৈতিক দল করার কথা বলছেন, মানুষ তো প্রশ্ন তুলতেই পারে। বিভিন্ন ধরনের কথা যদি আসে, তাহলে রাজনৈতিক দলগুলো তো মনে করতেই পারে, অন্তবর্তী সরকারের কোনো মাস্টারপ্ল্যান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা