× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ইসলামি আন্দোলন করতে হবে : মতিউর রহমান আকন্দ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৪:০৪ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ১৪:১৫ পিএম

শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে কর্মীদের শিক্ষাশিবিরে কথা বলেন জামায়াতের প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। প্রবা ফটো

শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে কর্মীদের শিক্ষাশিবিরে কথা বলেন জামায়াতের প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। প্রবা ফটো

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আমাদের ইসলামি আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরে একটি মিলনায়তনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের বাছাই করা কর্মীদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদপুর অঞ্চলের টিম সদস্য আবদুল ওয়াজেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, বিষয়ভিত্তিক আলোচনা ও দারস পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবদুস সামাদ, মজলিসে শুরা সদস্য জিয়াউল হাসান।

মতিউর রহমান আকন্দ বলেন, ইসলাম শুধু কোনো ধর্ম নয়; বরং একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। মানুষের এমন কোনো সমস্যা নেই যার সমাধান ইসলামে নেই। তাই মানবজীবনের সব ক্ষেত্রেই ইসলামি অনুশাসন প্রতিষ্ঠার কঠোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মূলত মোমিনের দায়িত্বই হলো দীনের পথে নিরবচ্ছিন্নভাবে লড়াই করা। কাফিররা তো  প্রতিনিয়তই তাগুতের পথে লড়াই  করবে। মূলত দীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো আল্লাহ আমাদের ওপর ফরজ করে দিয়েছেন। তাই এ ক্ষেত্রে কারও পক্ষেই নীরব বা উদাসীন থাকার সুযোগ নেই। তিনি দীন প্রতিষ্ঠার প্রত্যয়ে ইসলামি আন্দোলনের কর্মীদের তাগুতের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা