× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে বাংলাদেশিকে গুলি করলে, কাঁটাতার ভেদ করবে লংমার্চ : সারজিস

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৪:১২ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ২১:০০ পিএম

 মার্চ ফর ফেলানী-তে বক্তব্য দিচ্ছেন সারজিস আলম। প্রবা ফটো

মার্চ ফর ফেলানী-তে বক্তব্য দিচ্ছেন সারজিস আলম। প্রবা ফটো

ভারত সীমান্তে বাংলাদেশিকে গুলি করলে সেই কাঁটাতার ভেদ করে লংমার্চ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় সীমান্তে হত্যাকাণ্ডের বিচার ও বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজিত ‘মার্চ ফর ফেলানী’ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। 

সারজিস আলম বলেন,  আমরা ‘মার্চ ফর ফেলানী’র পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, আমাদের আর কোনো ভাই কিংবা কোনো বোন সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকলে আমরা কাঁটাতার ভেদ করে লংমার্চ এগিয়ে যাব।

উত্তরবঙ্গের উন্নয়নে চরম বৈষম্য তুলে ধরে তিনি সারজিস বলেন, এক গোপালগঞ্জ জেলায় যে উন্নয়ন হয়েছে পুরো রংপুর বিভাগে সে উন্নয়ন হয়নি। আজ এই কুড়িগ্রামের উন্মুক্ত মঞ্চ থেকে পুরো বাংলাদেশের উদ্দেশ্যে শুধু একটা বার্তা দিতে চাই, জেলা হিসেবে যে বৈষম্য এই বাংলাদেশে হয়ে এসেছে আগামীর বাংলাদেশে সেই বৈষম্য আর দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমাদের এই কুড়িগ্রামবাসীরা পুরো উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেবে।

মার্চ ফর ফেলানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রিয় সমন্বয়ক আব্দুল কাদের ও দপ্তর সম্পাদক জাহিদ আহসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় অধিকাংশ নেতারা অংশগ্রহণ করেছেন।

লংমার্চটি কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে যাত্রা শুরু করে নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ ফেলানীর বাড়িতে গিয়ে শেষ হওয়ার কথা । এর মধ্যে পাটেশ্বরী বাজার, মধ্য কুমোরপুর বাজার, ব্যাপারীরহাট বাজার ও নাগেশ্বরী বাজারে পথসভা অনুষ্ঠিত হবে। সেখান থেকে নাখারগঞ্জ ফেলানীর বাড়িতে গিয়ে শেষ হবে এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা