× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐকমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন চায় বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ০১:৩৬ এএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ১১:০১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সকল পক্ষের ঐকমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন চায় বিএনপি। একই সঙ্গে দ্রুত সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি। সংস্কার কমিশনের সুপারিশ জমা দেওয়ার প্রতিক্রিয়ায় এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চৌধুরী। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সংস্কার কমিশনগুলো প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছে। বিস্তারিত জানতে পারিনি। সরকার সুপারিশের বিষয়ে আমাদের জানালে সেগুলো দেখে তখন কথা বলবে পারব। এখন এ বিষয়ে কিছু বলতে পারছি না।’

তবে সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার পরপর দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দল, রাষ্ট্রের অন্যান্য স্টেক হোল্ডার ও সামাজিক শক্তির সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করা দরকার। নির্বাচনের রোডম্যাপ দিয়ে গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা অত্যন্ত জরুরি বলেও জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কারের সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে চার কমিশন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চার সংস্কার কমিশনের প্রধান তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে চার সংস্কার কমিশনের প্রধানরা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেন। তারা হলেনÑ সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

গণআন্দোলনের মুখে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারে দুই ধাপে ১১টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। সেগুলো হলোÑ সংবিধান, বিচার, নির্বাচনব্যবস্থা, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন, স্থানীয় সরকার, শ্রম, স্বাস্থ্য, গণমাধ্যম ও নারী বিষয়ক সংস্কার কমিশন। আগামী ৩১ জানুয়ারি বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। অন্য ছয়টি কমিশন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা