× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকসেল চালু এবং শতাধিক পণ্য-সেবায় ভ্যাট প্রত্যাহারের দাবি ওয়ার্কার্স পার্টির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ২২:৩৭ পিএম

ট্রাকসেল চালু এবং শতাধিক পণ্য-সেবায় ভ্যাট প্রত্যাহারের দাবি ওয়ার্কার্স পার্টির

অবিলম্বে টিসিবির ট্রাকসেল চালু এবং শতাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবায় আরোপিত ভ্যাট প্রত্যাহার করে দেশবাসীর জীবনে স্বস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

সোমবার (১৩ জানুয়ারি) দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুলের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

এ সময় তারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে লেখেন, গত ১০ জানুয়ারি একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে-টিসিবির কর্মসূচি ট্রাকসেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল করা হয়েছে। এটি অত্যন্ত বিস্ময়ের কারণ।

নেতৃদ্বয় বলেন, যে সময় শুধু সাধারণ মানুষ নয়, সমগ্র দেশবাসী খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিস বিশেষ করে খাদ্যদ্রব্য ক্রয়ে হিমশিম খাচ্ছে। সে সময়ে অনিয়মের অভিযোগ তুলে ট্রাকসেল বন্ধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনিয়মকে নিয়মে আনা এবং ট্রাকসেল চালু রাখা সম্ভব ছিল, বাণিজ্য মন্ত্রণালয় এই দায় এড়াতে পারে না। বিবিএসেরর হিসেবে সর্বশেষ ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফ্রীতি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ।

নেতৃদ্বয় আরও মনে করেন, ট্রাকসেল, ওএমএস এবং কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগও যথেষ্ঠ নয়। সাধারণ মানুষের খাদ্য ও নিত্যপণ্য ক্রয় এবং জীবন ধারণ ও স্বস্তির লক্ষ্যে রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান এখন সময়ের দাবি। এদিকে মরার উপর খারার ঘা সরকার শতাধিক পণ্যে ও সেবার উপর অর্থ বছরের মাঝে নতুন ভ্যাট আরোপ দেশবাসীর জীবনকে আরও অসহনীয় করে তুলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা