× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:০৪ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:১৪ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক  ও মানসিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তারই ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। 

রবিবার (১২ জানুয়ারি) ডা. জাহিদ হোসেন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানিয়েছেন।

ডা. জাহিদ হোসেন জানান, ক্লিনিকে ভর্তি হওয়ার পর থেকেই বেগম খালেদা জিয়ার ‘রুটিন স্বাস্থ্য পরীক্ষা’ চলছে। তার চিকিৎসার ধরনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। কিছু মেডিকেল পরীক্ষার পরে সেই রিপোর্টের ভিত্তিতেই তার চিকিৎসা চলছে। বেগম খালেদা জিয়াকে এখন ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ইনটেনসিভিস্ট চিকিৎসকরা তাকে দেখেছেন। 

তিনি বলেন, বেগম জিয়া আগের চেয়ে ভালো আছেন। একা হাটাচলাও করতে পারছেন। এভাবে আরও কয়েকদিন চিকিৎসা চলার পর আমরা আশা করছি তার শারীরিক অবস্থা নিয়ে আরও সুনির্দিষ্টভাবে কিছু বলার সময় আসবে।

ডা. জাহিদ আরও জানান, তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, খালেদা জিয়ার নাতনি, তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ তিন নাতনি হাসপাতালে সবসময় খালেদা জিয়ার দেখভাল করছেন। ছেলে তারেক রহমান প্রতিদিন বাসা থেকে নিজে হাতে করে মায়ের জন্য খাবার নিয়ে আসছেন হাসপাতালে। ফলে তিনি এখন অনেকটা ভালো আছেন। মানসিকভাবে উৎফুল্ল আছেন। আজ সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করানো হতে পারে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. মুহাম্মদ এনামুল হক চৌধুরী জানান, বেগম খালেদা জিয়া রবিবার ক্লিনিকের ভিতরে একা একা হাটাচলা করেছেন। এ সময় তিনি দেশের খোঁজ খবরও নিয়েছেন।

বেগম জিয়ার আরেক চিকিৎসক জানান, আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) লন্ডন ক্লিনিকের সমন্বিত একটি মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় বসতে পারেন। তারা সবসময়ই বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন।

এর আগে শনিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যে সফররত জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য লন্ডন ক্লিনিকে যান এবং তার সঙ্গে দেখা করেন। 

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে গত ৮ জানুয়ারি লন্ডনের শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী বিশেষায়িত হাসপাতাল দ্য ক্লিনিকএ ভর্তি করা হয়। ওই হাসপাতালের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা