প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ০০:১০ এএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। বাংলাদেশ থেকে যাওয়ার পর একটু একটু করে তিনি সুস্থতার দিকে যাচ্ছেন। পরিবারের একাধিক সদস্য হাসপাতালে নিয়মিত তাকে সময় দিচ্ছেন। আপনজনদের কাছে পেয়ে বেশ হাসিখুশিতেই সময় কাটছে সাবেক এই প্রধানমন্ত্রীর।
গতকাল শনিবার বিএনপির চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের এক সদস্য এসব কথা জানান। তিনি জানান, শনিবার লন্ডনে সাপ্তাহিক ছুটির দিন। তারপরও ডাক্তাররা এসে খালেদা জিয়াকে দেখেছেন। এদিন নতুন আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে। সে অনুযায়ী চিকিৎসা চলছে।
জানা যায়, খালেদা জিয়াকে প্রতিদিন তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানসহ পরিবারের সবাই নিয়ম অনুযায়ী দেখতে যান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসার খাবার খান খালেদা জিয়া। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রতিদিন সর্বক্ষণিক সহযোগিতা করছেন।
৮ জানুয়ারি বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিটে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছে খালেদা জিয়াকে বহনকারী কাতারের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে মা খালেদা জিয়াকে বরণ করেন। সেখান থেকে লন্ডনের দ্য ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।
সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই যুক্তরাজ্যেই চিকিৎসা নিতে গিয়েছিলেন ৭৯ বছর বয়সি খালেদা জিয়া। সেবার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন। ৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।