প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১২:৫২ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ১৩:২০ পিএম
সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত। প্রবা ফটো
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দলটির সম্মেলন শুরু হয়।
সম্মেলনে দলটির আহ্বায়ক ডা. মেজর আব্দুল ওহাব, মুজিবর রহমান মঞ্জু, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মক্কায় কুরআন তেলওয়াতে প্রথম হওয়া হাফেজ আনাস বিন আতিকের কুরআন তেলওয়াতের মাধ্যেমে অনুষ্ঠানের শুরু করা হয়। পবিত্র গীতা পাঠ, ত্রিপিটক ও বাইবেলের পাঠের পর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। দলটির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
উদ্বোবধনী বক্তব্যে দলটির আহ্বায়ক মেজর আব্দুল ওহাব বলেন, ২০২০ সালে করোনার সময় মানুষ যখন চিকিৎসা সেবা পেত না, খাবার পেত না,সেই সময় আমাদের এই পার্টি মানুষের দায়িত্ব কাধে নিয়ে দলটি কার্যক্রম শুরু করে। আঠেরো কোটি মানুষের দায়িত্ব কাধে নিয়ে দলটির প্রতিষ্টার কৃতিত্ব আপনাদেরও।
সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, সেনাবাহিনীকে আমরা স্যালুট জানাই। তারা ধন্যবাদ পাবার যোগ্য। সাধারণ মানুষের ধারণা, তাদের চিন্তা চেতনা, তাদের দুঃখ দুর্দশা আপনাদের বুঝতে হবে। নির্বাচন পর্যন্ত আপনাদের তাদের পাশে থাকতে হবে।
জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বিভিন্ন শহর থেকে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিয়ে প্রবেশ করতে থাকেন।
রাজশাহী থেকে আসা কাউন্সিলর অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, নিবন্ধন পাওয়ার ৪ মাসের মাথায় জাতীয় কাউন্সিল সম্মেলন করা অনেক দলের জন্যই কঠিন। আমরা গতকালই ভোট দিয়েছি। নির্বাচনে যে কেউ জয়ী হতে পারেন। তবে আমরা প্রত্যাশা রাখি, যিনি আসবেন, তিনি দেশ এবং দলের জন্যই কাজ করবেন।
এবি পার্টি গাজীপুর মহানগর থেকে আসা প্রিন্সিপাল হুমায়ুন কবির বলেন, আমাদের এবি পার্টি প্রতিষ্ঠার শুরু থেকে সারা দেশের আপামর জনসাধারনসহ সারা বিশ্বে যত বাংলা ভাষাভাষী মানুষ আছে, যারা বাংলাকে ধারণ করে তারা এই পার্টিকে সমর্থন দিয়েছে। পার্টির কার্যক্রম ক্রমান্বয়ে বিকাশ হচ্ছে, এগিয়ে যাচ্ছে। গাজীপুর জেলা মহানগর থেকে সকল নেকাকর্মী আমরা গতকাল নিয়ে এসেছি। আমিও এ কাউন্সিলে অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বিভিন্ন সময় বহিস্কৃত ও পদত্যাগ করা নেতাকর্মীদের সমন্বয়ে ২০২০ সালে দলটি গঠিত হয়।