× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুম ও খুনের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করল বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৪:১৭ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত

২০০৮-২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ২২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার এবং ১৫৩ জনকে গুম করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিএনপির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মো. সালাহউদ্দিন খান ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দেন। তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ।

অভিযোগের বিস্তারিত তুলে ধরে সালাহউদ্দিন খান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের নির্মূল করার উদ্দেশ্যে সারা দেশে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এ ঘটনার জেলা ও উপজেলাভিত্তিক তালিকা জমা দিয়েছি।

এছাড়া বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ ১৫৩ জন নেতাকর্মী গুম হয়ে গেছেন, যার জন্য আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে।

সালাহউদ্দিন খান অভিযোগের সঙ্গে যোগ করেন, এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামও এখানে অন্তর্ভুক্ত রয়েছে, যারা এই অপকর্মে জড়িত ছিল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এ অভিযোগে ২৪৫ পৃষ্ঠার ক্রসফায়ার এবং ১৫৩ গুমের ঘটনায় ২০ পৃষ্ঠার আলাদা অভিযোগ জমা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা