× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ জনের অব্যাহতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ২১:০৮ পিএম

গয়েশ্বর চন্দ্র রায় ও রুহুল কবির রিজভী

গয়েশ্বর চন্দ্র রায় ও রুহুল কবির রিজভী

ছয় বছর আগে ঢাকার রমনা থানায় করা নাশকতার এক মামলায় রাজধানীর রমনা মডেল থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৬ এর বিচারক শিহাবুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মহি দ্দিন চৌধুরী এ তথ্য জানান।

অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে আরও রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। আসামিপক্ষের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির দিন ছিল বুধবার। কিন্তু অভিযোগ গঠন করার মত কোনো উপাদান না থাকায় আদালত তাদের অব্যাহতি দিয়েছেন।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০১৮ সালের ৩০ জানুয়ারি নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা শেষে বাসায় ফিরছিলেন। সেসময় শাহবাগের পরীবাগে রাস্তায় স্লোগান দিচ্ছিলেন বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে সেদিনই পুলিশের এসআই মো. মহিবুল্লাহ নাশকতার অভিযোগে রমনা মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ২৯ জানুয়ারি অভিযোগপত্র দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপপরিদর্শক মুহম্মদ সাইফুল ইসলাম খাঁন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা