× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:০৩ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:০৯ পিএম

নিজে গাড়ি চালিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে লন্ডনের ক্লিনিকে নিয়ে যাচ্ছেন ছেলে তারেক রহমান। ছবি : সংগৃহীত

নিজে গাড়ি চালিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে লন্ডনের ক্লিনিকে নিয়ে যাচ্ছেন ছেলে তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে। ৭ বছর পর লন্ডনে গিয়ে ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমানের সঙ্গে আবেগঘন পুনর্মিলন ঘটে তার। 

লন্ডনে পৌঁছানোর পর তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে তার ছেলে হাসপাতালের দিকে নিয়ে যান। তাদের সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। হাসপাতাল যাওয়ার পথে, বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে সমবেত হন এবং দলীয় শীর্ষ নেতারা খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান।

মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। উড়োজাহাজটি বুধবার (৮ জানুয়ারি) সকালে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছালে, বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার বড় ছেলে তারেক রহমান এবং অন্যান্য নেতারা।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের মতে, তার লিভার প্রতিস্থাপন জরুরি, এবং চিকিৎসা শেষে তাকে কয়েক মাস সময় লাগতে পারে। বর্তমানে, তাকে লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে, মেরিল্যান্ডের জনস হপকিনস হাসপাতালেও তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ থেকে খালেদা জিয়ার সঙ্গে আসা চিকিৎসকেরা যুক্তরাজ্যের দ্য ক্লিনিকের চিকিৎসকদের কাছে খালেদা জিয়াকে কাগজপত্রসহ বুঝিয়ে দিচ্ছেন। এখন প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও কাগজপত্র দেখে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে।

লন্ডনের এই ক্লিনিকে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরে রক্তনালিতে সফল অস্ত্রোপচার হয়েছিল।

২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাবন্দি হওয়ার পর, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের পক্ষ থেকে তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হলেও সরকার তা মঞ্জুর করেনি। তবে, ২০২৩ সালের আগস্টে তার মুক্তির পর তিনি অবশেষে চিকিৎসার জন্য বিদেশ যেতে সক্ষম হন।

লন্ডনে পৌঁছানোর পর, তার সঙ্গে ছেলে তারেক রহমানের দীর্ঘ সাত বছর পর দেখা হওয়ায় আবেগঘন পরিবেশ তৈরি হয়। খালেদা জিয়ার চিকিৎসা শেষ হলে, তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যেতে পারেন, এরপর দেশে ফিরবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা