× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন সালাহউদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৪:২৫ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার মতো পরিবেশ এখনও তৈরি করা যায়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে সালাহউদ্দিন আহমেদ যুক্তরাজ্য সফর শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। লন্ডনে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার মতো পরিবেশ পরিস্থিতি এখনও আমরা তৈরি করতে পারিনি।’

ফ্যাসিবাদী শক্তি ফের মাথাচাড়া দেবে বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। বলেন, তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ধারণা না দিয়ে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনী রোডম্যাপ দেওয়াই জরুরি।’

নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে করা এক প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নতুন রাজনৈতিক দলকে সব সময় স্বাগত জানায় বিএনপি। তবে সেটা যেন কিংস পার্টির মতো না হয়।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।’

গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্য যান সালাহউদ্দিন আহমেদ। সফরে বিএনপির আগামী দিনের রাজনীতি, আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা