প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১৯:০১ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ১৯:০৭ পিএম
একক ধর্মবাদি ও একক জাতিবাদি স্বৈররাজনীতির বিনাশ থেকে জীবন-দেশ-ধর্ম রক্ষায় মানবতার রাজনীতির উদয় করার আহ্বান জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
শনিবার (৪ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার চিনাইর কলেজ ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় ইমাম হায়াত বলেন, বর্তমান দুনিয়ায় চলমান একক ধর্মের নামে ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি একক গোষ্ঠীর স্বৈররাজনীতি সমগ্র মানবমন্ডলীকে আত্মিক-রাজনৈতিক-অর্থনৈতিক সব দিকে ধ্বংস করে দিয়েছে। মানবতার রাজনীতি মানবজীবনের সকল সংকটের সমাধান।
তিনি আরও বলেন, একমাত্র মানবতার রাজনীতিই চলমান গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে মুক্ত করে সব মানুষের জীবনভিত্তিক ও সব মানুষের জন্য শান্তিময় নিরাপদ নতুন মানবিক রাষ্ট্র ও সব মানুষের বিশ্ব নাগরিকত্ব ভিত্তিক বৈষম্য-বিভেদ-বিদ্বেষমুক্ত মানবতার নতুন বিশ্ব গড়ে তোলার অবিকল্প উপায়।
ইনসানিয়াত বিপ্লবের বাইরে যেমন মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্রের সংজ্ঞা নেই তেমনি জীবনের স্রষ্টা ভিত্তিক আত্মপরিচয় ও সত্য ভিত্তিক সংজ্ঞা নেই উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, ভাষা-গোত্র-দেশ-রাষ্ট্র-লিঙ্গ-বর্ণ-বর্ডার ইত্যাদি বস্তুর ভিত্তিতে বস্তুবাদি আঁধারে মানবসত্তার বিলুপ্তি ঘটে মানবাত্মার আত্মিক মৃত্যু ঘটে গেছে। যে আত্মিক মৃত্যুর আধার থেকে মুক্ত হয়ে পরম সত্য দয়াময় স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানবসত্তার পুনরুজ্জীবন ই ইনসানিয়াত বিপ্লবের মূল দর্শন।
বি-বাড়িয়া সদর উপজেলার চিনাইর কলেজ ময়দানে অনুষ্ঠিত এ বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য হাদিস বিশারদ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ । জনসভায় সভাপতিত্ব ও মূল বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। বিশেষ অতিথি ছিলেন, মহাসচিব শেখ রায়হান রাহবার ও কেন্দ্রীয় নেতা আরেফ সারতাজ, আবু আবরার চিত্তি, আহমদ শাহ মোর্শেদ, এমদাদ সায়ীফ, ইলিয়াস শাহ্, শেখ নয়ীমুদ্দীন, শেখ হানিফ, রেজাউল কাওসার, আব্দুল আওয়াল, মাঈনউদ্দিন টিটু, মিজানুর রহমান আখন্দ প্রমুখ।