দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ২২:৩১ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় নয়, দেশের ও দেশের মানুষের দায়িত্ব নিতে চায়। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশের দায়িত্ব নিতে চায় বিএনপি। এ দেশের সাধারণ মানুষের নিশ্চিন্তে, নির্ভয়ে ভোটদানের অধিকার নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায় বিএনপি।’
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, ‘বিগত হাসিনা সরকার বিএনপির লক্ষ লক্ষ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। মিথ্যা মামলা দিয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছিল, ষড়যন্ত্র করে দেশনায়ক তারেক রহমানকে দেশের বাইরে রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘গত ১৫ বছরে বিএনপির ৭শ নেতা-কর্মীকে গুম করা হয়েছে, ১ হাজারেও বেশি নেতা-কর্মীকে খুন করা হয়েছে, লক্ষ লক্ষ নেতা-কর্মী জলুম, অত্যাচারের শিকার হয়েছেন। গত জুলাই বিপ্লবে ২ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে শেখ হাসিনার সরকার।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ গণতন্ত্র দেখতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরেই মানুষের গনতন্ত্র প্রতিষ্ঠার সেই দাবি প্রতিষ্ঠিত হবে।’
বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
তিনি বলেন, ‘ভারত সরকার বাংলাদেশের মানুষের পক্ষ না নিয়ে পতিত খুনি, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষ নিয়েছেন, বিশ্বের কোনো দেশ হাসিনাকে আশ্রয় দেয়নি, কিন্তু ভারত হাসিনাকে শুধু আশ্রয়ই দেয়নি তার সাথে বাংলাদেশের বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছে। বাংলাদেশের মানুষ ভারতের এ অপতৎপরতার জবাব দেবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, সুলতান মাহমুদ বাবু, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল প্রমূখ।
এছাড়াও জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জনসমাবেশ বক্তব্য দেন। জনসমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন- মিথুন বাবু, মৌসুমি চৌধুরীসহ অন্যান্য শিল্পীরা।