× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষা ও দেশ গড়ার : তারেক রহমান

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০ পিএম

এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষা ও দেশ গড়ার : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত সংগ্রাম ছিল স্বৈরাচারের পতনের। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও দেশ গড়ার।’

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শিরোনামে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি এই কর্মশালার আয়োজন করে।

কর্মসূচিতে তারেক রহমান বলেন, ‘এ দেশের মানুষের রাজনৈতিক অধিকার ও একইসঙ্গে এ দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার সংগ্রাম শুরু হয়েছে। এই সংগ্রামকে নেতৃত্ব দিতে পারবে একমাত্র বিএনপি নেতাকর্মীরা।’

তিনি বলেন, ‘সামনে পরীক্ষা শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আরও আছে। এটি এমন একটি যুদ্ধ, জনগণের পক্ষের যুদ্ধ, গণতন্ত্রের পক্ষের যুদ্ধ। এটি স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

অতীত ঘাটলে গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র ও নারীদের অধিকার বলতে যা বুঝায় তা বিএনপি নিশ্চিত করেছে বলে মন্তব্য করেন তারেক রহমান।

কর্মশালায় কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রহিমা শিকদার, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা