× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের বড় শত্রু : অধ্যাপক মুজিবুর রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৩:০১ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৩:১০ পিএম

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের বড় শত্রু বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করা অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দরকার, এজন্য আমরা ৪১ দফা দিয়েছি। এখন অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, বিগত সরকার এ দেশের নির্বাচন নিয়ে ডাকাতি করেছে, দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ সালে ডামি নির্বাচন করেছে, কাউকে না পেয়ে নিজেদের মধ্যেই খেলার আয়োজন করেছিল। চুরি-ডাকাতি করে এরা দানবে পরিণত হয়েছে।

এ সময় আওয়ামী লীগের ভুলের জন্য তাদের তওবা করারও আহ্বান জানান এ জামায়াত নেতা।

সামাজিক অশান্তি ও বিশৃঙ্খলা দূর করতে কুরআন-হাদিসের আলোকে রাষ্ট্র ব্যবস্থাপনারও কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দেশ আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, ততক্ষণ প্রকৃত বিজয় সম্ভব নয়। মানুষকে মানুষের গোলামি থেকে মুক্তির জন্য সংগ্রাম করতে হবে। মানবরচিত মতবাদ আর নয়, ইসলামি বিধানে দেশ পরিচালনার পথ প্রসারিত করতে জামায়াত আন্দোলন করছে। কুরআন-হাদিসের বিধান সমাজে কায়েম করলে মানুষ আর মানবরচিত বিধানের দিকে ছুটবে না বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা