প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৬:০৩ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৬:১৩ পিএম
রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির র্যালি শুরু হয়েছে। প্রবা ফটো
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপি র্যালি শুরু হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে র্যালিটি।
র্যালিতে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়বাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মৎসজীবী দল, ওলামা দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী আলাদা ব্যানারে র্যালিতে যোগ দিয়েছেন। এর আগে বেলা ১১টার দিকেই ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপি নেতাকর্মীরা ছোট ছোট মিছিল আকারে নয়াপল্টনে জড়ো হন। নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, শান্তিনগর, মতিঝিলসহ আশপাশ এলাকার অলিগলি লোকারণ্য হয়ে গেছে।
র্যালিতে নেতাকর্মীদের মাথায় ও গায়ে রঙবেরঙের ক্যাপ ও গেঞ্জি ছিল। বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ছিল। দেশাত্মবোধক গান, বাউলগান, ঢোলের তালে তালে ও মাইকে স্লোগানে স্লোগানে র্যালিটি মানিক মিয়ার দিকে এগিয়ে যায়। ‘স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান’, ‘গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান’, ‘তারেক রহমান আসবে বীরের বেশে’ স্লোগানে স্লোগানে পুরো পথ প্রকম্পিত করে রাখছেন।
র্যালি শুরুর আগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।
র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। সেখানে সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র্যালি শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।