প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৩:০৫ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৩:১৮ পিএম
নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন ইউনিট থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। প্রবা ফটো
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হবে।
সরেজমিনে দেখা যায়, এরই মধ্যে নয়াপল্টন সড়কে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নেতাকর্মীরাও ঢাকার বিভিন্ন ইউনিট থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন।
এ বিষয়ে দলের সহদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু বলেন, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় বিএনপির র্যালি শুরু হবে দুপুর আড়াইটায়। মঞ্চ তৈরির কাজ চলছে। নেতাকর্মীরাও ধীরে ধীরে আসতে শুরু করেছেন।
বিএনপির দপ্তর থেকে পাওয়া শোভাযাত্রার রোডম্যাপে দেখা যায়, শোভাযাত্রারটি কাকরাইল মোড়-কাকরাইল মসজিদ-মৎস্য ভবন-ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-শাহবাগ-হোটেল শেরাটন-বাংলামোটর-কারওয়ান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে সমাপ্ত হবে।
বিএনপির দপ্তর জানিয়েছে, শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হবে। এতে উদ্বোধনী বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানিক মিয়া অ্যাভিনিউতে শোভাযাত্রা সমাপনীতে বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি নেতারা জানিয়েছেন, এ র্যালি হবে দেশের ইতিহাসে স্মরণকালের সেরা র্যালি।
এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।