× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতীতেও মাইনাস টু ফর্মুলা কাজ করেনি, ভবিষ্যতেও করবে না: ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১৮:৫৩ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতেও মাইনাস টু ফর্মুলা কাজ করেনি, ভবিষ্যতেও করবে না। এ সময় তিনি বিরাজনীতিকরণের সমালোচনা করে বলেন, ‘বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার চিন্তা করলে এর ফল ভালো হবে না।’

রবিবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীতে প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চিন্তা করলে পরিস্থিতি ভালো হবে না বলে সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, ‘১৫ বছর ধরে আওয়ামী লীগ বিএনপিকে ভাঙতে চাইলেও পারেনি, বিএনপি এক আছে থাকবে।’

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে সাদেক হোসেন খোকার রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা।

বিএনপির মহাসচিব বলেন, ‘একজন দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে প্রয়াত সাদেক হোসেন খোকাকে দেশের মানুষের কাছে শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণে থাকবেন।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের শাসনের অবসান হলেও দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা