× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠাই এখন সময়ের দাবি : নজরুল ইসলাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৮:২০ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৮:৩৫ পিএম

নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠাই এখন সময়ের দাবি : নজরুল ইসলাম

দ্রুত সংস্কার শেষ করে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘প্রকৃত গণতন্ত্র, জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংস্কার, যেখানে করা দরকার, যত দ্রুত তা শেষ করে বাংলাদেশে জনগণের নির্বাচিত শাসন, নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।’

শনিবার (২৬ অক্টোবর) বিকালে এক গণসমাবেশে দেশের পরিস্থিতি এবং একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরে এই মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে সপ্তম ও নবম শ্রেণির পাঠ্যপুস্তকে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে এ সমাবেশ হয়।

নজরুল ইসলাম বলেন, ‘১৬ বছরের দীর্ঘ লড়াই এবং শেষ পর্যন্ত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও এর যে আকাঙ্ক্ষা তার একটা পূরণ  হয়েছে। আর সেটা হলো ফ্যাসিবাদের পতন। কিন্তু আরেকটা আকাঙ্ক্ষা হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা। এমনভাবে সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা যাতে করে সেই গণতন্ত্র কেউ জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে।’

তিনি বলেন, ‘এটা যত দেরি হবে তত নতুন নতুন সংগঠন গজাবে, নতুন নতুন ব্যক্তি আসবে। তারা নতুন নতুন প্রস্তাব নিয়ে আসবে, নতুন নতুন আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করার চেষ্টা করবে এবং বুঝানোর চেষ্টা হবে যে, এটাই জনগণের আকাঙ্ক্ষা। এটা সঠিক হবে না।’

নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় দলও যদি বলে যে, এটাই জনগণের আকাঙ্ক্ষা, তাহলেও সেটা হবে না, যতক্ষণ পর্যন্ত সেটা জনগণ অনুমোদন করে। দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে, জনগণকে আস্থায় নিয়ে তাদের সম্মতিতে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে যেকোনো গণতান্ত্রিক সরকারকে। আর সেটা করার জন্য যে বিধানগুলো দরকার সেই বিধান সন্নিবেশিত করে আমাদের সংবিধান সংশোধিত হওয়া উচিত বলে আমরা মনে করি।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকার একটা অদ্ভুত সরকার। অদ্ভুত কেন বললাম? এই সরকার এখন নিজেই বুঝতে পারছে না তারা কি বিপ্লবী না সাংবিধানিক সরকার।’

তিনি বলেন, ‘এরকম একটা দ্বিধার মধ্যে পড়ে থেকে আবার কেউ কেউ বলছেন বিপ্লব যে অসম্পূর্ণ ছিল তা এবারে আমরা সম্পূর্ণ করব। এজন্য আবার দফা-দফা পেশ করেছেন। সেই দফার মধ্যে সমাজে গুণগত পরিবর্তন করবার মতো এমন কিছু নেই। বিপ্লব সেটা যেটা মানুষের জীবনকে বদলে দেয়, দেশের চরিত্র বদলে দেয়, যেটা দেশকে গুণগতভাবে আরও বেশি উন্নত করে। এখন পর্যন্ত এরকম হয়নি।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা দেখছি, আজকে আওয়ামী ফ্যাসিবাদ বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিবাদের ছানা-পানা, তাদের ডাল-পালা বিদ্যমান। গাছটাকে আপনারা  উপড়ে ফেলেছেন তার শেকড়-বাকড় অনেকদূর পর্যন্ত প্রথিত এটা।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আজকের এই সংগ্রাম আমাদের তরুণ-শ্রমজীবীদের সংগ্রাম…. তারাই বুক পেতে আরও হাজার হাজার নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। এই যে শ্রমজীবী মানুষের মুক্তি এই মুক্তি আগামীদিনের সংগ্রামের বিষয়।’

সংগঠনের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে গণসমাবেশে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা